Arjun Kapoor Kareena Kapoor

তৈমুরের ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্য, নেটাগরিককে একহাত নিলেন অর্জুন কপূর

শুধু তাই নয়, করিনা কেন সইফকে বিয়ে করেছেন তা নিয়েও করিনাকে উদ্দেশ্য করে  উড়ে আসতে থাকে নানা ধরনের কুৎসিত মন্তব্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৬:৩৩
Share:

বাঁ দিকে তৈমুরকে কোলে নিয়ে করিনা এবং ডান দিকে অর্জুন কপূর।

ছোট্ট তৈমুর মা করিনার কোলে মাথা এলিয়ে শুয়ে রয়েছে। তৈমুরের মুখে ক্যামেরার ফোকাস আর অফ ফোকাসে করিনা কপূর খান। ইনস্টাগ্রামে সদ্য অভিষেক হওয়া টিমের (তৈমুরের ডাকনাম) এমনই একটি ছবি পোস্ট করেছেন করিনা।

Advertisement

ক্যাটরিনা কইফ, জারিন খান, অর্জুন কপূর-সহ বলি পাড়ার নামিদামী সেলেবরা যখন টিমের ‘কিউটনেস’- এ ‘ক্লিন বোল্ড’ ঠিক তখনই তিন বছরের তৈমুরের ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্য করলেন এক নেটাগরিক। করিনার ওই পোস্টে অর্জুনের কমেন্টে সেই ব্যক্তিকুমন্তব্য করে লেখেন, “একটি বাচ্চা হিন্দু থেকে মুসলিম হয়ে গেল, আর আপনি সেটাকে ভাল বলছেন?”

শুধু তাই নয়, করিনা কেন সইফকে বিয়ে করেছেন তা নিয়েও করিনাকে উদ্দেশ্য করে উড়ে আসতে থাকে নানা ধরনের কুৎসিত মন্তব্য। ঠিক এমন সময়েই করিনার পাশে দাঁড়ান অর্জুন। লেখেন, “ও হিন্দু বা মুসলিম যা-ই হোক না কেন তাতে আপনার কী? ওর বাবা- মা’র কাছেই যখন এই ব্যাপার গুরুত্ব পায়নি কোনওদিন তখন আপানার এত মাথাব্যথা কিসের জন্য?

Advertisement

এই নিয়ে করিনা কোনও মন্তব্য না করলেও অতটুকু বাচ্চার ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

দেখুন কী হয়েছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement