অর্জুন কপূর।
অতীতে এক সহকর্মীর থেকে চোখ ফেরাতে পারতেন না অর্জুন কপূর। সইফ আলি খানকে ঘিরে তৈরি হয়েছিল অর্জুনের এই মুগ্ধতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন সে কথা।
‘কাল হো না হো’ ছবিতে পরিচালক নিখিল আডবাণীর সঙ্গে সহ পরিচালক হিসেবে কাজ করছিলেন অর্জুন। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খান। সেই সময় সইফকে এত কাছ থেকে দেখে তাঁর অভিনয়ের প্রতি ভাল লাগা তৈরি হয় অর্জুনের। তাঁর কথায়, “শুরু থেকেই সইফকে খুব পছন্দ। যখন আমি ‘কাল হো না হো’-তে নিখিল আডবাণীর সহকারী হিসেবে কাজ করছিলাম, তখন আমি শুধু ওঁকেই দেখতাম। আমি সইফের বড় ভক্ত। ওঁর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”
সইফের সঙ্গে ‘ভূত পুলিশ’ ছবিতে অভিনয় করেছেন অর্জুন। আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে হরর-কমেডি ঘরানার এই ছবি। সইফ এবং অর্জুনের সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতম, ফতেমা সানা শেখ এবং জ্যাকলিন ফার্নান্ডেজদের।