কটাক্ষের মুখে অর্জুন কপূর।
তারকাদের নিস্তব্ধতাকে দুর্বলতা ভেবে নিচ্ছেন দর্শক— বলিউডের একের পর এক ছবি বয়কট প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কপূর। অভিনেতার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আরও বিতর্ক।
দর্শকের একাংশের বক্তব্য, অর্জুন এমন কথা বলতেই পারেন, কারণ ওঁর ছবি কেউ দেখেন না। কেউ যদি বয়কটের স্লোগান তোলেন, তা হলে দর্শক অন্তত জানতে পারবেন, অর্জুনেরও ছবি মুক্তি পায়। কারণ কথায় আছে, কুপ্রচারেও আদতে লাভ হয়।
মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, “আমরা কোনও কথা না বলে ক্ষতি করছি। কারণ সবাই ধরে নিচ্ছেন, এটা আমাদের দুর্বলতা। আমি বিশ্বাস করি, কাজই সত্য, মানুষের কাজই কথা বলে।”
‘লাল সিংহ চড্ডা’, ‘রক্ষাবন্ধন’-এর পর শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। এই জল এখন কত দূর গড়ায়, তা বলবে সময়।