Arjun Malaika Breakup

নিজেকে ধরে রাখতে পারলেন না! ‘মালাইকা মালাইকা’ চিৎকার শুনে কী ঘোষণা করলেন অর্জুন?

একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বার বার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এ বার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৩:৪৮
Share:

(বাঁ দিকে) মালাইকা আরোরা (ডান দিকে) অর্জুন কপূর। ছবি: সংগৃহীত।

দীর্ঘ ছয় বছরের সম্পর্কে নাকি যবনিকা পতন ঘটেছে। এ গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডে। আরবাজ় খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা আরোরা। কিন্তু এ বার সেই সম্পর্কেও ছন্দপতন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনেই নীরবতা রক্ষা করেছেন। এ বার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গল’। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বার বার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এ বার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন!

Advertisement

সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সঙ্গে ছিল ‘সিংহম আগেইন’-এর টিম। একটি ভিডিয়োতে দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বার বার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তাঁরা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, "আরে আস্তে, আমি এখন সিঙ্গল।" উত্তেজিত জনতার উদ্দেশে অর্জুন বলেন, ‘‘এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’’

বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় নানা কটু কথা শুনতে হয় মালাইকাকে। ক্রমাগত সমালোচনা প্রসঙ্গে মালাইকা বলেন, “ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। এই বিষয়গুলো যেন কোনও ভাবেই আমার মনোবল ভাঙতে না পারে তা শিখেছি। জানি, এগুলোও আমাদের জীবনের একটা অংশ। অনবরত সমালোচনা, ট্রোলিং হবে। কিন্তু সেগুলো নিজের ঘেরাটোপে আসতে দেওয়া যাবে না।" এক সময় চর্চিত জুটির এমন বিচ্ছেদে আহত তাঁদের অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement