Shilpa Shetty

ফের আইনি জটে শিল্পা শেট্টি! নাকের ডগা থেকে চুরি হল ৮০ লক্ষ টাকার গাড়ি

অনেক নামকরা রেস্তরাঁ চেনকে টেক্কা দেয় শিল্পা-রাজের রেস্তোরাঁ। এ বার সেখানেই ঘটে গেল চুরির ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৩
Share:
শিল্পা শেট্টি।

শিল্পা শেট্টি। ছবি: সংগৃহীত।

অভিনয় করেন, রিয়্যালিটির শো-এর বিচারকের আসনে বসেন, ঘর সামলান, ছেলেমেয়েদের সময় দেন। পাশাপাশি ব্যবসাও করেন শিল্পা শেট্টি। মুম্বইয়ে ‘বাস্তিয়ান’ রেস্তরাঁর মালিক তিনি। গোটা মুম্বই শহর জুড়ে একাধিক শাখা রয়েছে এই রেস্তরাঁর। শিল্পা এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রের যৌথ মালিকানা রয়েছে রেস্তরাঁয় ব্যবসা। যদিও ব্যবসার কাজ বেশির ভাগটাই দেখভাল করেন অভিনেত্রীর স্বামী। দেশ-বিদেশের অনেক নামকরা রেস্তরাঁ চেনকে টেক্কা দেয় শিল্পা-রাজের রেস্তোরাঁ। এ বার সেখানেই ঘটে গেল চুরির ঘটনা। যেমন তেমন চুরি নয়, খোয়া গেল ৮০ লক্ষ টাকার বিএমডাব্লিউ গাড়ি।

Advertisement

গড়ির মালিক একজন মুম্বইয়ের ব্যবসায়ী রুহান খান। ইতিমধ্যেই তিনি শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গাড়িটি পার্কি লটে ঢোকার পর পর। জিপ গাড়িতে চড়ে আসে কয়েকজন। তার পর প্রযুক্তির সাহায্যে গা়ড়িটি নিয়ে চম্পট দেয় তারা। ভোর ৪টে নাগাদ রেস্তরাঁ বন্ধ হওয়ার পর ওই ব্যবসায়ী বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন, তখন তাঁরা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে পারেন গাড়িটি চুরি হয়েছে। সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ি চুরির বিভিন্ন মুহূর্ত। এ বার অভিনেত্রীর রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন খোয়া যাওয়ার গাড়ির মালিকের আইনজীবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement