Malaika Arora

Arjun-Malaika: মালাইকার বাড়ির কাছে নতুন বাসস্থান কিনলেন অর্জুন, দাম কত জানেন?

পশ্চিম বান্দ্রায় ২৬ তলার এক বিলাসবহুল আবাসনে ৪ কামরার আস্তানা কিনেছেন অর্জুন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৮:২১
Share:

মালাইকা অরোরা এবং অর্জুন কপূর।

ভালবাসার আরও কাছাকাছি থাকতে চাইছেন অর্জুন কপূর। তাই মুম্বই মহানগরীর বান্দ্রায় প্রেমিকা মালাইকা অরোরার বাড়ির কাছাকাছি নতুন একটি বাসস্থান কিনলেন তিনি।

পশ্চিম বান্দ্রায় ২৬ তলার এক বিলাসবহুল আবাসনে ৪ কামরার আস্তানা কিনেছেন অর্জুন। জানলার সামনে দাঁড়ালেই সেখান থেকে সোজাসুজি দেখা যাবে সমুদ্র। জানা যাচ্ছে, অর্জুনের কেনা এই সম্পত্তির বাজারদর ২০-২৩ কোটি টাকা।

এই নতুন বাড়িতে ওঠার পর মালাইকার পাশাপাশি অর্জুনের পড়শি হবেন শাহরুখ খান, সলমন খান, করিনা কপূর খান এবং রণবীর কপূরের মতো তারকারা।

২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন এই তাঁরা। অর্জুনের চেয়ে মালাইকা বয়সে বড় হওয়ায় নানা রকমের কটাক্ষ এখনও ধেয়ে আসে তাঁদের দিকে। কিন্তু সে সবকে তোয়াক্কা না করেই একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিন কাটিয়ে দিচ্ছেন তাঁরা। এ বার নিজের ঠিকানা বদলে প্রেমিকার আরও কাছাকাছি চলে আসার পরিকল্পনা করছেন অর্জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement