Malaika Arora

ডিনার-ডেটে গিয়ে এ কী হল মালাইকা-অর্জুনের সঙ্গে!

রেস্তোরাঁয় বসে রোম্যান্টিক ডিনারের বদলে পার্সেল নিয়ে ফিরতে হল সেলেব জুটিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৫:২৯
Share:

মালাইকা-অর্জুন। ছবি: ফাইল চিত্র।

গার্লফ্রেন্ড মালাইকাকে ‘ডিনার ডেটে’ নিয়ে গিয়েছিলেন অর্জুন কপূর। প্ল্যান গেল ভেস্তে। রেস্তোরাঁয় বসে রোম্যান্টিক ডিনারের বদলে পার্সেল নিয়ে ফিরতে হল সেলেব জুটিকে।

Advertisement

রবিবারের সন্ধে। হাতে ছিল বেশ কিছুটা সময়। মুম্বইয়ের এক নামজাদা রেস্তোরাঁতে ওই কাপল যেতেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁদের স্পষ্ট করে জানিয়ে দেন, “কোনও টেবিলই ফাঁকা নেই”। বাধ্য হয়েই খাবারের প্যাকেট বাড়িতে নিয়ে ফিরে এলেন তাঁরা। যদিও পাপারাৎজি পৌঁছে গিয়েছিল সেখানেও। ক্যাসুয়াল টি শার্টে অর্জুন এবং কাট আউট ড্রেসে মালাইকা ধরা দিলেন তাঁদের ক্যামেরায়।

আরও পড়ুন: অবাঞ্ছিত আচরণের বিরুদ্ধে মুখ খোলা জরুরি: ইয়ামি

Advertisement

পার্সেল নিয়ে ফিরতে হল মালাইকা-অর্জুনকে।

শুধু মালাইকা-অর্জুন নয়। একই ঘটনা ঘটেছিল জাহ্নবী কপূরের সঙ্গেও। বিশেষ সূত্র বলছে, এ জন্যই নাকি ছুটির দিনে প্রিয় রেস্তোরাঁতে যাওয়া একেবারেই পছন্দ নয় শ্রীদেবী কন্যার। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিটের প্রতীক্ষা, যতক্ষণে সিট পাওয়া যায় ততক্ষণে খিদে ‘ভ্যানিশ’।

কী ভাবছিলেন, আপনাদের সঙ্গেই শুধু এমনটা হয়? আপনার পছন্দের স্টারেরাও কিন্তু রয়েছেন তালিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement