Arjun Chakraborty

Arjun Chakraborty: জীবনের বিশেষ দিন, স্ত্রীর কপালে চুমু এঁকে দিলেন অর্জুন

৬ বছর আগে এই দিনেই অর্জুনের সঙ্গে বাগদান হয়েছিল সৃজা সেনের। প্রেম থেকে দাম্পত্যের দিকে আরও এক ধাপ এগিয়েছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৯:৪১
Share:

সৃজা এবং অর্জুন।

রবিবার। বেশির ভাগ মানুষের কাছেই আজ মনে ভরে মাংস ভাত খেয়ে দুপুর বেলায় ঘুম দেওয়ার দিন। ছুটির দিন। তবে জুন মাসের এই প্রথম রবিবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর কাছে বিশেষ একটা দিন। ভালবাসার দিন।

৬ জুন। ঠিক ৬ বছর আগে এই দিনেই অর্জুনের সঙ্গে বাগদান হয়েছিল সৃজা সেনের। প্রেম থেকে দাম্পত্যের দিকে আরও এক ধাপ এগিয়েছিলেন তাঁরা। স্বাভাবিক ভাবেই সেই দিনের কথা মনে করে স্মৃতিমেদুর ‘গোরা’। স্ত্রী সৃজা সেনের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবিও দিয়েছেন তিনি। দেখা যাচ্ছে, সৃজার মাথায় পরম ভালবাসায় চুমু এঁকে দিচ্ছেন অর্জুন। চোখ বন্ধ করে সৃজাও ছুঁয়ে রয়েছেন স্বামীকে। একই সঙ্গে অর্জুন লিখেছেন, ‘আমরাই পরস্পরের কাছে জীবনের সেরা উপহার, একে অপরকে আগলে রাখব’।

মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে ছবি দিয়ে থাকেন সৃজা এবং অর্জুন। দু’জনের রসায়নে আপ্লুত নেটদুনিয়া। তারকা দম্পতির এই বিশেষ দিনে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement