Jisshu Sengupta

Tollywood: মলদ্বীপে নীল নির্জন ছুটিতে অরিন্দম-যিশু, ক্যামেরায় বন্দি আড্ডার আবহ

মলদ্বীপ এখন বলিউডের পাশাপাশি টলিউড তারকাদেরও পছন্দের জায়গা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৪:১০
Share:

মলদ্বীপে সেনগুপ্ত পরিবারের সফরসঙ্গী অরিন্দম শীল।

পুজোয় প্রত্যেকটা দিন চুটিয়ে আড্ডা মেরেছেন যিশু-নীলাঞ্জনা সেনগুপ্ত। চারটে দিন তারকাখচিত তাঁর বাড়ি। কোনও দিন দম্পতির বাড়িতে হানা দিয়েছেন রুদ্রনীল ঘোষ সহ অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি, প্রতীক বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী। দশমীতে সিঁদুরও খেলেছেন নীলাঞ্জনা। একাদশীতে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেনগুপ্ত পরিবারের সফরসঙ্গী আর এক তারকা পরিচালক অরিন্দম শীল।

Advertisement

মলদ্বীপ এখন বলিউডের পাশাপাশি টলিউড তারকাদেরও পছন্দের জায়গা। কিছু দিন আগেই সেখান থেকে ঘুরে এলেন সস্ত্রীক রাজ-শুভশ্রী চক্রবর্তী। অরিন্দমও একাদশীর দিন সপরিবারে উড়ে গিয়েছেন সেখানে। দু'জনেই ছুটির মেজাজে কাটানো নানা ভঙ্গির ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। খোলা আকাশের নীচে, নীল জলে গা ডুবিয়ে ফুসফুসে ভরে নিয়েছেন টাটকা বাতাস। লক্ষ্মীপুজোর আগে ছুটি শেষ। সোমবার রাতে এক সঙ্গে আনন্দ করে কয়েকটি দিন কাটানোর স্মৃতি বন্দি ক্যামেরায়। ছবিতে যিশু-অরিন্দম ছাড়াও রয়েছেন শুক্লা শীল (পরিচালকের স্ত্রী), নীলাঞ্জনা, সেনগুপ্ত পরিবারের দুই মেয়ে সারা, জারা সহ আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement