Desher Mati

প্রেমে পড়ছে রাজা-মাম্পি! দায়ী স্বরূপনগর?

প্রেমে পড়ছে ‘দেশের মাটি’-র ধারাবাহিকের রাজা আর মাম্পি। অথচ এই রাজাই মাম্পিকে এক সময় প্রত্যাখ্যান করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৭:২১
Share:

রাজা এবং মাম্পি।

গানে গানে অনেক দিন ধরেই কড়া নিষেধ, ‘প্রেমে পড়া বারণ, কারণে অকারণ...!’ তার পরেও প্রেমে পড়ছে ‘দেশের মাটি’-র ধারাবাহিকের রাজা আর মাম্পি। অথচ এই রাজাই মাম্পিকে এক সময় প্রত্যাখ্যান করেছিল। যা কোনও দিনই মেনে নিতে পারেনি মাম্পি। তাই তার প্রতিজ্ঞা, সারা জীবন প্রতি পদে সে রাজাকে ছোট করবে। এটাই তার প্রতিশোধ।আচমকাই পারস্পরিক কড়া বিদ্বেষ পেরিয়ে তাদের প্রেম ছুঁয়ে যাচ্ছে বাড়ির অন্য মানুষদেরও। এর জন্য দায়ী কে? স্বরূপনগরের মানুষ? সেখানকার পরিবেশ, মাটি?
স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিক বলছে, কিয়ান-নোয়ার বিয়ে রাজা-মাম্পির নতুন রসায়নের অনুঘটক। সেই অনুভূতি উস্কে দিয়েছে ২বারের জোর ধাক্কা! এক বার মুখোমুখি ধাক্কা খেয়েছে তারা। আর এক বার সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কা লেগেছে। এই ২ টক্করই একটু একটু করে কি বদলে ফেলছে মাম্পি আর রাজাকে?

হতে পারে। প্রথম ধাক্কার পরেই মাম্পি ঘৃণা সরিয়ে অন্য চোখে দেখার চেষ্টা করেছে রাজাকে। সেই অনুভূতি স্পষ্ট তার সংলাপে, ‘তোমার ছোঁয়ায় কি আছে আমি জানি না। এক মূহুর্তের জন্য পৃথিবী ভুলে গিয়েছিলাম। তোমার উপর যে আমার এত রাগ, এত ঘেন্না, এত অভিমান,সব ভুলে গিয়েছিলাম’।

আগুন এক তরফা লাগেনি। ‘এমন উদ্ধত, দাম্ভিক, অসভ্য মেয়ে’-কেও হঠাৎ করেই যেন ভাল লাগতে শুরু করেছে রাজারও। তাই শক্ত রাখতে নিজেকে বুঝিয়েছে, ‘আমি একটুও বিহ্বল হইনি। কিচ্ছু না। সব আমার মনের ভুল’। আবার নিজেকে প্রশ্ন করেছে সে, ‘আমি কি ভুল দেখেছি? নিজেকেও বুঝতে কি আমার এতটাই ভুল হচ্ছে?’

Advertisement

মাম্পি জানতে চেয়েছে, ‘এ বারেও নিশ্চয়ই বলবে, ভুল করে ধাক্কা লেগে গিয়েছে?’ রাজার পাল্টা ভাবনা, ‘আমার আর তোমার মধ্যে এমন মধুর সম্পর্ক নিশ্চয়ই কোনও দিন হবে না, যে আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা মারব! এটা নিশ্চয় এত দিনে তুমি বুঝে গিয়েছ’।

সত্যিই কি নিশ্চিত ভাবে রাজা-মাম্পি এমনটাই বুঝে নিয়েছে? নাকি নতুন করে বুঝতে বসেছে সম্পর্কের সমীকরণ! উত্তর দিয়েছে নেটাগরিকেরা, ‘কিছুই বলা যায় না!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement