Sourav Chatterjee

পর্দার প্রেমিকার মধ্যেই প্রেম খুঁজে পেলেন সৌরভ? জবাবে হেঁয়ালি অভিনেতার, ‘জানি না!’

পর্দায় তুমুল প্রেম তাঁদের। ‘কথা’ ধারাবাহিকে সৌরভ-অলিভিয়া জুটি বাস্তবেও কি সেটাই ঝালিয়ে নিচ্ছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৬:৩৪
Share:

বাস্তবেও প্রেম করছেন পর্দার সৌরভ চট্টোপাধ্যায়-অলিভিয়া মালাকার জুটি? ছবি: ইনস্টাগ্রাম।

ছোট পর্দার জনপ্রিয় জামাইবাবু! সৌরভ চট্টোপাধ্যায়। ‘মিঠাই’ ধারাবাহিকে তাঁর আর কৌশাম্বী চক্রবর্তীর জুটি দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এই ধারাবাহিকে অভিনয়ের পর থেকেই সৌরভের এই বিশেষ পরিচিতি। পরবর্তীকালে আনন্দবাজার ডট কমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার কথায় আফসোস ঝরেছিল, “ঘরে-বাইরে এত ‘ভাল ছেলে’র ইমেজ যে প্রেম আর হয় না!” দিন দুয়েক ধরে সমাজমাধ্যমে ঘুরতে থাকা কয়েকটি ছবি বলছে, অভিনেতা বুঝি মনের মানুষ পেয়েই গেলেন। ছোট পর্দার চেনামুখ অলিভিয়া মালাকারকেই নাকি মন দিয়েছেন তিনি!

Advertisement

সৌরভ-অলিভিয়া ‘কথা’ ধারাবাহিকে পর্দার অন্যতম অবিবাহিত জুটি। অর্থাৎ, ধারাবাহিকে এই চরিত্রদের প্রেম দেখানো হলেও পর্দায় এখনও বিয়ে পর্যন্ত পৌঁছোতে পারেনি। পর্দার সেই রসায়নই কি বাস্তবে ধরা দিচ্ছে? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। সপ্তাহের প্রথম দিন, সোমবার শুটিং থেকে ছুটি নিয়েছেন অভিনেতা! বললেন, “যে ছবি নিয়ে এত কথা সেটি স্টার জলসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি। পর্দার সমস্ত জুটিই এখানে যোগ দিয়েছিলেন। আমরাও যোগ দিয়েছি। সমাজমাধ্যমে ভাগ করে নেব বলে কয়েকটি ছবিও তুলিয়েছি। এর বেশি কিছু নয়।”

তাই যদি হবে তা হলে কৌশাম্বীর সঙ্গে সৌরভের জুটিও ধারাবাহিকের দৌলতে হিট। সেই সময় তাঁদের ছবিও যথেষ্ট দেখা যেত সমাজমাধ্যমে। কই, তখন তো এমন গুঞ্জন শোনা যায়নি!

Advertisement

প্রসঙ্গ তুলতেই অভিনেতা জানালেন, বিষয়টি নিয়ে তিনিও অবাক। তাঁর কথায়, “জানি না, কেন এই ধরনের প্রশ্ন উঠছে। কেনই বা চর্চা হচ্ছে। তবে এটা বলতে পারি, সেটে এবং সেটের বাইরে আমি আর অলিভিয়া ভাল বন্ধু। বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছুই নেই।”

সেই বন্ধুত্ব কি এতই গাঢ় যে ক্যামেরার চোখকেও ফাঁকি দিতে পারছে না? উত্তর অবশ্য অজানা, শুধু সময়ের অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement