(বাঁ দিকে) অনিল চট্টোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: আনন্দবাজার আর্কাইভ।
আন্তর্জালের দৌলতে হাতের মুঠোয় সারা বিশ্বের তথ্যভান্ডার। কিন্তু তার পরেও ভুয়ো খবরের রমরমা বেড়েই চলেছে। এ বার অন্য রকম বিভ্রান্তির শিকার হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তাঁকে প্রয়াত অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে! তার পরেই মুখ খুলেছেন রাহুল।
সোমবার অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। সোমবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতার উদ্দেশে শ্রদ্ধা জানাতে যে ছবি তৈরি করা হয়েছে, সেখানে রাহুলের ছবি ব্যবহার করা হয়েছে। নেটদুনিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। রাহুল ছবিটি পোস্ট করে লিখেছন, ‘‘অনিল চট্টোপাধ্যায়ের এতটা অসম্মান কি প্রাপ্য?’’
এই ছবিকে ঘিরেই সমস্যায় পড়েছেন রাহুল। ছবি: ফেসবুক।
আসলে বিভ্রান্তির কারণও রয়েছে। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে অনিল চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন রাহুল। আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হলে রাহুল বললেন, ‘‘সার্চ ইঞ্জিনের সমস্যা। আমার ছবি যেই চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমাকেই অনিল চট্টোপাধ্যায় বলে ধরে নেওয়া হয়েছে।’’ অভিনেতা আরও জানালেন, এই ছবি দেখার পর তাঁর মা খুবই রেগে গিয়েছেন। পরিচিতেরাও রাহুলকে ওই ছবি পাঠিয়ে সতর্ক করেছেন। কিন্তু রাহুলের কথায়, ‘‘আমার বেশ মজা লেগেছে! কোনও কিছু না ভেবে কী ভাবে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা দেখেও আমি হতবাক।’’
অনিলের সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্য রয়েছে, সে কথা অনেকের কাছেই শুনেছেন অভিনেতা। রাহুলের কথায়, ‘‘সেটা আমার বেশ ভালই লাগে। কিন্তু তার মানে তাঁর কাজের সঙ্গে আমার তুলনা করা উচিত নয়।’’ জানালেন, চেহারাগত সাদৃশ্যের কারণেই কমলেশ্বর তাঁকে নিজের ছবিতে নির্বাচন করেছিলেন। রাহুল জানালেন, তিনি নিজে অনিলের অনুরাগী। তাঁর কথায়, ‘‘খুব বড় অভিনেতা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা তপন সিংহের মতো পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। আমার মনে হয়, আর একটু সাবধানে ছবি খুঁজে ব্যবহার করা উচিত।’’