Ananya Pandey

গোলাপি বিকিনিতে বর্ষশেষে মলদ্বীপে, কার সঙ্গে উষ্ণতা ছড়াচ্ছেন অনন্যা?

অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৪৮
Share:

ছুটির মেজাজে অনন্যা পান্ডে।

বছর শেষে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অনন্যা পান্ডে। গোলাপি বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী। চারদিকে ফিসফাস, একা নন অনন্যা। সঙ্গে রয়েছেন ঈশান খট্টর।

কিন্তু হঠাৎ কেন এই গুঞ্জন?

এই মুহূর্তে ঈশানও রয়েছেন মলদ্বীপে। ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করছেন তিনিও। সোশ্যাল মিডিয়ায় ‘চেক ইন’ বলছে তিনি এবং অনন্যা এই মুহূর্তে মালদ্বীপের একই জায়গায় রয়েছেন। অথচ একে অপরের সঙ্গে একটিও ছবি পোস্ট করেননি তাঁরা। ধরেই নেওয়া যায়, নিজেদের সম্পর্কের কথা আড়াল করতেই সাবধানী দুই স্টারকিড। শুধু বিদেশেই নয়, খাস মুম্বইতেও মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় দু’জনকে। সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও জুটি বেঁধে হাজির হয়েছিলেন ঈশান এবং অনন্যা। গত বুধবার মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দেন তাঁরা।

Advertisement

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা এবং ঈশান। বহু বিতর্কের মধ্যে ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়লেও, ঈশান-অনন্যা জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও? তাঁদের গতিবিধি তেমনটা বললেও, আপাতত এই নিয়ে স্পিকটি নট তাঁরা দু’জনেই।

Advertisement

A post shared by Ishaan (@ishaankhatter)

সুতরাং ছবি পোস্ট এবং উষ্ণতার আঁচ পোহানো ছাড়া আর কী বা এর পর করার থাকতে পারে নেট পাড়ার বাসিন্দাদের?

আরও পড়ুন: পাহাড়ি রাস্তায় কোন ‘সুন্দরী’কে আদরে ভরিয়ে দিলেন অঙ্কুশ?

: জলে ডুবে যাচ্ছেন, তাও সেলফি তুলে বর্ষশেষের কী বার্তা মোনালির?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement