AR Rahman-Mohini dey

এআর রহমানের পর তাঁর সহযোগী, বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ‘বেসিস্ট’ মোহিনী দে

রহমানের বিচ্ছেদের ঘণ্টাখানেক কাটতে না কাটতেই তাঁর দলের বেসিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানালেন সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:১৩
Share:

(বাঁ দিকে) এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। মোহিনী দে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার রাতে দীর্ঘ ২৯ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন সুরকার এআর রহমান। তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী জানিয়েছেন দীর্ঘ দিনের তিক্ততাই নাকি বিচ্ছেদের কারণ। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেসিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী।

Advertisement

মোহিনী গিটার বাদক, স্বামী মার্ক সুরকার। তাই দু’জনের কর্মক্ষেত্র একই। বিচ্ছেদ হলেও তাঁরা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী। দু’জনে যৌথ পোস্ট দিয়ে লেখেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’’ জীবনের এমন একটা স্পর্শকাতর মুহূর্তে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাক সেটাই চাইছেন মোহিনী।

কলকাতার মেয়ে বছর ২৯-এর মোহিনী রহমানের সঙ্গে প্রায় ৪০টির বেশি অনুষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশের ‘গান বাংলা’ সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement