Golgappa

সারাক্ষণ খাই খাই ভাব, ফুচকা, পিৎজা, ভাজাভুজি কিছুই বাদ দিচ্ছেন না অনুষ্কা

আসলে বিরাট কোহলি যত্নের কোনও ত্রুটি রাখছেন না। মুখের কথা খসতে না খসতেই এনে হাজির করছেন অনুষ্কার পছন্দের খাবার।তবে বিরাটের এনে দেওয়া পিৎজাতেই থামেননি অনুষ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২০:০৭
Share:

অনুষ্কা শর্মা।

আশ মিটিয়ে খাচ্ছেন অনুষ্কা। যা ইচ্ছে হচ্ছে তা-ই। ভাজাভুজি, মশলাদার খাবার বাদ দিচ্ছেন না কিছুই।

Advertisement

গর্ভাবস্থার এই পর্যায়ে খিদে বেশি হচ্ছে অভিনেত্রীর।তার ওপর টক-ঝাল-নোনতা খাবার দেখলে খাবার ইচ্ছে বেড়ে হচ্ছে দ্বিগুণ।

শুক্রবার তো বাড়িতেই ফুচকার ডালা সাজিয়ে বসেছিলেন। টক জল, বুন্দি, চাটনি—বাদ ছিল না কিছুই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘গো বিগ অ্যাট হোম’। অর্থাৎ বাড়িতেই এই সব বানিয়ে ফুচকা খাওয়ার তীব্র ইচ্ছে পূরণ করেছেন।

Advertisement

এরপর শনিবার অনুষ্কা খেয়েছেন পিৎজা। ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে কোলে প্লেট নিয়ে তার উপর রেখেছেন পিৎজার বিশাল একখানা টুকরো। পাশেই আরও দু’টি বাক্সে রাখা আরও পিৎজা। এ বার অনুষ্কার ক্যাপশন, ‘গো বিগ অর গো হোম।’ সোজা কথায় বেশি খাও নয়তো বাড়ি যাও।

আসলে বিরাট কোহলি যত্নের কোনও ত্রুটি রাখছেন না। মুখের কথা খসতে না খসতেই এনে হাজির করছেন অনুষ্কার পছন্দের খাবার।তবে বিরাটের এনে দেওয়া পিৎজাতেই থামেননি অনুষ্কা।

পিৎজা, ফুচকার পর রবিবার খেয়েছেন সিন্ধি ব্রাঞ্চ। প্রাতঃরাশ আর মধ্যাহ্নভোজের মাঝামাঝি সময়ে রীতিমতো বুফে সাজিয়ে খেতে বসেছেন অনুষ্কা। কী নেই সেখানে। পুরী, পাঁপড়, দই, ভাজি এমনকী ছবিতে দেখা যাচ্ছে মশলাদার নানা পদও। তবে রবিবারের ব্রাঞ্চের আয়োজক বিরাট কোহলি নন। অনুষ্কারই এক বন্ধু। অনুষ্কার প্রবল খিদে মেটাতে যা যা করার সবটুকুই করেছেন তিনি। পাকিস্তানের সিন্ধ প্রদেশের স্পেশ্যাল খাবার খেয়ে খুশি অনুষ্কাও।

নেটাগরিকরা অনুষ্কার এই খাই খাই ভাব বেশ উপভোগ করছেন। আপাতত তাই আগামী দিনে আর কী কী খাওয়ার সাধ হয় অনুষ্কার সেটাই জানতে মুখিয়ে রয়েছে সোশ্যাল দুনিয়া।

আরও পড়ুন :পর্দায় একসঙ্গে উড়বেন হৃতিক-দীপিকা, আসছে ফাইটার

আরও পড়ুন :নবাবিয়ানা কাজে লেগেছে অভিনয়ে, বললেন সইফ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement