Anushka Sharma

গাড়ি ছেড়ে দেহরক্ষীর বাইকে চাপলেন অনুষ্কা, হেলমেট কোথায় জানতে চাইল নেটপাড়া?

বাইকে সওয়ার অনুষ্কা, সপ্তাহের শুরুতেই বিরাটকে ছাড়া কার সঙ্গে বাইকে ঘুরছেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ২২:৫২
Share:

সপ্তাহের প্রথম দিনেই মুম্বইয়ের রাস্তায় দেখা গেল বাইকে চেপে কাজে বেরোলেন অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম।

সপ্তাহের প্রথম দিনেই মুম্বইয়ের রাস্তায় দেখা গেল অনুষ্কা শর্মাকে। তবে রোজকার মতো গাড়িতে নয়। একেবারে বাইকে চেপে কাজে বেরোলেন অনুষ্কা। গাড়ি দাঁড় করিয়ে রেখে দেহরক্ষীর বাইকে চেপেই বেরিয়ে প়ড়লেন অভিনেত্রী।

Advertisement

পরনে সাদা চেক শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ নিয়ে সটান বাইকে চেপে বসলেন অভিনেত্রী। তাঁকে দেখা মাত্র পিছু নেন আলোকচিত্রীরা। নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। অভিনেত্রীকে দেখা মাত্রই সকলেই জানতে চেয়েছেন অনুষ্কার হেলমেট কোথায়?

কেউ লিখেছেন, ‘‘হেলমেট পরলে আরও ভাল লাগত’’, অন্য একজনের কথায়, ‘‘হেলমেট কোথায়, দু’জনেরই হেলমেটটা পরা উচিত ছিল।’’ তবে জানা গিয়েছে, জুহুতে গাছ পড়ে রাস্তা বন্‌ধের কারণে যানজট এড়াতে বাইক ভরসা অভিনেত্রীর।

Advertisement

তবে শুধু অনুষ্কা নন, সোমবার মুম্বইয়ের রাস্তায় বাইকে সফর করতে দেখা যায় অমিতাভ বচ্চনকেও। মুম্বইতে সকালে বেশ যানজট। তা এড়াতেই ভরা রাস্তা দিয়েই শুটিং স্পটে পৌঁছতে দেরি হয়। তাই বহু গাড়ির পিছনে রাস্তায় আটকে পড়েছিলেন অভিনেতা। লাইন আর এগোয় না, এ দিকে কলটাইম এগিয়ে আসছে। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে হাজিরা দিতে চান অমিতাভ। কী উপায়? মুশকিল আসান হয়ে এলেন এক বাইক আরোহী। অমিতাভকে যানজট থেকে উদ্ধার করে অন্য গাড়ির পাশ কাটিয়ে পৌঁছে দিলেন গন্তব্যে। সেই ঘটনা সমাজমাধ্যমে ভাগ করে নিলেন উচ্ছ্বসিত অমিতাভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement