Anushka Sharma

বেবি বাম্প নিয়ে ট্রেডমিলে অনুষ্কা, একাই ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন

ওয়ার্ক আউটের পাশাপাশি কী ভাবে বিশ্রাম নেন, তাঁর ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সাদা ঢলা জামা পরে ঘরের মেঝেতে শুয়ে রয়েছেন অনুষ্কা। পাশে বিশ্রামে মগ্ন তাঁর পোষ্য কুকুরটিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১০:৪৮
Share:

অনুষ্কা শর্মা

শীর্ষাসন থেকে শুরু করে ট্রেডমিলে ঘাম ঝড়ানো। গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের জন্য কোনও খামতি রাখছেন না হবু মা অনুষ্কা শর্মা। মা সুস্থ, তো সন্তান সুস্থ।

Advertisement

গর্ভধারণের শেষ কয়েক দিনে তাঁর সক্রিয়তার আঁচ আগেই পাওয়া গিয়েছে। স্বামী বিরাট কোহালির সাহায্যে শীর্ষাসনের ছবি ভাইরাল হয়েছিল এক মাস আগে। একা একাই ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তখন ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ চলছিল বলে বিরাটও তাঁর সঙ্গে থাকতে পারেননি। তবে গত মাসের মাঝোমাঝি সময়ে দ্বিতীয় টেস্টটি না খেলেই ফিরে এসেছেন অনুষ্কার কাছে। প্রথম সন্তানের জন্মের মুহূর্ত সাক্ষী না হয়ে থাকতে পারেন নাকি?

এ বারে প্রকাশ্যে এল তাঁর ওয়ার্ক আউট করার ভিডিয়ো। নিজেই পোস্ট করেছেন অনুষ্কা। দেখা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে বুমেরাং শেয়ার করেছেন তিনি।

Advertisement

A post shared by Bollywood Originals (@bollywoodoriginals)

ওয়ার্ক আউটের পাশাপাশি কী ভাবে বিশ্রাম নেন, তাঁর ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সাদা ঢলা জামা পরে ঘরের মেঝেতে শুয়ে রয়েছেন অনুষ্কা। মাথায় গোলাপি রঙের বালিশ। পাশে বিশ্রামে মগ্ন তাঁর পোষ্য কুকুরটিও। অনুষ্কার আদর খেয়ে আরামে যেন চোখ বুঁজে আসছে তার। ছবির ক্যাপশনে লেখা, ‘সিরিয়াল চিলার্স ইন দ্য হাউস।’ পাশে কুকুর ও হার্ট ইমোজি। অর্থাৎ তাঁদের বাড়িতে নিয়মিত বিশ্রামে ব্যস্ত এই দু’টি প্রাণী। এক জন মা হওয়ার এবং আর এক জন যেন তাঁর নতুন খেলার বন্ধুর জন্য অপেক্ষা করছে।

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

বেবি বাম্প নিয়ে কখনও ক্যামেরার আড়ালে থাকেননি বলিউডের এই নায়িকা। বিভিন্ন কমার্শিয়ালে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। তাঁর শরীরে ধীরে ধীরে প্রাণের প্রস্ফুটনের সাক্ষী গোটা দেশ। ৩০ ডিসেম্বর সৃষ্টির প্রাকমুহূর্তে এসে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের জন্য ছবিও তুলেছেন অভিনেত্রী। তার জন্য অবশ্য তাঁকে নেটাগরিকদের ট্রোলের শিকারও হতে হয়েছে।

আরও পড়ুন: আত্মবিশ্বাসের সংজ্ঞা কাকে শেখালেন তাপসী পান্নু!

আরও পড়ুন: এক মাস পরেই তাঁরা স্বামী-স্ত্রী, তৃণাকে চুমু নীলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement