সেরা কে? মুখ খুললেন অনুষ্কা

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে এসে অনুষ্কা মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তাঁকে ফ্যাশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও সোজাসাপটা জবাব দেন অনুষ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:০০
Share:

আপনার চোখে সবচেয়ে স্টাইলিশ অভিনেতা কে? প্রশ্নটা অনুষ্কা শর্মাকে করতেই একের পর এক নায়িকার নাম নিলেন তিনি, যাঁরা কমবেশি সকলেই তাঁর প্রতিদ্বন্দ্বী। হোঁচট খেলেন শুধু ছেলেদের বেলায়!

Advertisement

সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে এসে অনুষ্কা মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানেই তাঁকে ফ্যাশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও সোজাসাপটা জবাব দেন অনুষ্কা। এ বছর তাঁকে অনেক বার প্যান্ট-স্যুটে দেখা গিয়েছে। নায়িকার কথায়, ওই ধরনের পোশাকেই সবচেয়ে স্বচ্ছন্দ তিনি। ফ্যাশন পত্রিকার কভারের পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও স্টাইলিশ অবতারে দেখা যায় অনুষ্কাকে। তাঁকে সাজিয়ে তোলার পিছনে নিজের টিমের অবদানের কথাও মুক্তকণ্ঠে স্বীকার করলেন নায়িকা। তাঁর মতে, ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তারা হলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, সোনম কপূর। আর নায়কদের মধ্যে? অনেক চিন্তা করে অনুষ্কা বললেন রণবীর সিংহের নাম। আর রণবীর কপূরকে দিলেন ‘ইটারনালি স্টাইলিশ’-এর তকমা! ব্যস, এখানেই তাঁর লিস্ট শেষ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement