Virat Kohli

দেখতে দেখতে ৩-এ পা, বিরাটকে ‘মিস’ করে কী বললেন অনুষ্কা

সক্কাল সক্কাল ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১২:৫৮
Share:

বিরাট-অনুষ্কা

দেখতে দেখতে ৩-এ পা।

বিরাট-অনুষ্কার বিয়ের জন্মদিন আজ। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাধা পড়েছিলেন তাঁরা। তবে ৩ বছরেও ভালবাসার রং বিন্দুমাত্র মলিন হয়নি। আজও একে অপরকে চোখে হারান তাঁরা। এই বিশেষ দিনে সেই গল্পই বলছে তাঁদের সোশ্যাল মিডিয়া পেজ।

সক্কাল সক্কাল ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। খোলা আকাশের নীচে দাঁড়িয়ে তাঁরা। বিরাটকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন অভিনেত্রী। দু’জনেই প্রাণখোলা হাসিতে উচ্ছ্বল।

Advertisement

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আজকের দিনে কাছে নেই ভালবাসার মানুষ। ছুঁয়ে থাকার উপায় নেই তাঁকে। তাই ফেলে আসা মুহূর্তগুলোই যেন হাতড়াচ্ছেন অনুষ্কা। ছবির ক্যাপশনেও সেই আঁচ স্পষ্ট। তিনি লিখেছেন, ‘আমাদের ৩ বছর এবং খুব শীঘ্রই আমরা ৩ হব। তোমাকে মিস করছি।’ অনুষ্কার পোস্টে ভালবাসা জানিয়েছেন, জোয়া আখতার, মৌনি রায়, জ্যাকলিন ফার্নান্ডেজ।

অন্য দিকে, বিরাটও জানিয়ে দিলেন তাঁর ইচ্ছের কথা। আরও একবার বলে দিলেন অনুষ্কাকে সারা জীবনের জন্য ভালবাসায় বেঁধে রাখতে চান তিনি। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের সাদা-কালো একটি ছবি দিয়ে তিনি লিখলেন, ‘৩ বছর এবং সারা জীবনের জন্য’।

Advertisement

A post shared by Virat Kohli (@virat.kohli)

আর মাত্র দিন কয়েক দিনের অপেক্ষা। তারপরেই ২ থেকে ৩ হবেন তাঁরা। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর পর মা-বাবার ভূমিকা পালন করবেন এই তারকা দম্পতি। আপাতত নতুন অতিথিকে নিয়ে নতুন পৃথিবী সাজিয়ে তোলার স্বপ্নে বিভোর তাঁরা। দু’জনের জন্যই এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!

আরও পড়ুন: দুর্দান্ত অন্দরসজ্জা, অসাধারণ মেনু, করোনাকালে নতুন রেস্তোরাঁ খুলে তাক লাগিয়ে দিলেন শিল্পা শেট্টি

বাবা-মায়ের নাম ইমরান হাশমি ও সানি লিওনি, ভাইরাল অ্যাডমিট কার্ড​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement