বাঁ দিকে অনুরাগ কাশ্যপ এবং ডান দিকে অভয় দেওল।
বিস্ফোরক মন্তব্য অনুরাগ কাশ্যপের। অভয় দেওলের সঙ্গে কাজ করা নাকি কষ্টদায়ক, মন্তব্য অনুরাগের। কিন্তু কেন?
২০০৯-র মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেব-ডি’-র পরিচালক ছিলেন অনুরাগ। দেবের চরিত্রে ছিলেন অভয় দেওল। শুটিং চলাকালীন নানা ভাবে নাকি অনুরাগকে বিব্রত করেছিলেন অভয়, দাবি পরিচালকের। তাঁর কথায়, “অভয়ের সঙ্গে কাজ করার খুব ভাল স্মৃতি আমার নেই। আর্ট ফিল্ম করতে চাইত অভয়। কিন্তু তাঁর দাবিদাওয়া ছিল কমার্শিয়াল ছবির মতো।” নিজের ‘দেওল’ পদবী সম্পর্কে নাকি যথেষ্টই ওয়াকিবহল ছিলেন অভয়। “এমনকি যখন যখন ছবির বাকি সদস্য পাহাড়গঞ্জে ছিলেন সে সময় অভয়ের দাবি ছিল পাঁচতারা হোটেল ছাড়া তিনি থাকবেন না”, মন্তব্য অভয়ের।
ছবি মুক্তির পরেও নাকি ‘টিম দেব-ডি’ থেকে নিজেকে নাকি পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন অভয়। “শুনেছি আমারও কিছু কথা নাকি ওর খারাপ লেগেছিল। যদিও তা নিয়ে কোনওদিনও আমায় কিছু বলেনি অভয়,” যোগ করেন অনুরাগ।
আরও পড়ুন- নতুন পথে টেলিপাড়ার মেকআপ, আসছে ইউজ অ্যান্ড থ্রো অ্যাপ্লিকেটর, এয়ার ব্রাশ
২০০৫ সালে ‘সোচা না থা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয় অভয়ের। ধর্মেন্দ্র সম্পর্কে তাঁর কাকা। ফিল্মি ব্যাকগ্রাউন্ডে বড় হওয়ায় বলি-ব্রেক পেতে খুব একটা অসুবিধে হয়নি অভয়ের। বিভিন্ন ছবিতে তাঁর অভিনয় ক্ষমতা বারেবারেই প্রশংসিত হলেও প্রথম সারির হিরোদের তালিকায় এখনও পর্যন্ত জায়গা করে নিতে পারেননি অভয়।
আরও পড়ুন- ‘কাজের প্রতি ও রকম নিষ্ঠা খুব কম মানুষের মধ্যেই দেখেছি’