Zaira Wasim

ছবি ছাড়তে হয়ত বাধ্য করা হয়েছে জাইরাকে, দাবি অনুপম খেরের

পারিপার্শ্বিক চাপেই জাইরা অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি অনুপমের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৯ ২১:২৪
Share:

জাইরা ওয়াসিমকে নিয়ে মুখ খুললেন অনুপম খের। —ফাইল চিত্র।

ধর্মবিশ্বাসের পরিপন্থী, তাই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাইরা ওয়াসিম। তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে সর্বত্র। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খেরও। পারিপার্শ্বিক চাপেই অষ্টাদশী ওই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে দাবি তাঁর।

Advertisement

সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অনুপম বলেন, ‘‘১৬-১৭ বছরের একটি মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে হল, ব্যাপারটা খুবই দুঃখজনক। ওঁর আবেগ ও ব্যক্তিগত পছন্দকে যদিও সম্মান করি। কিন্তু কেরিয়ারের গোড়াতেই ওঁকে এমন সিদ্ধান্ত নিতে হল, ভেবেই কষ্ট পাচ্ছি।’’

অনুপম আরও বলেন, ‘‘এক দিকে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি আমরা, আর এক দিকে এই ধরনের চিন্তাভাবনা। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ওঁর এমনটা করা উচিত হয়নি। উনি এক জন স্বাধীন নাগরিক। এই দেশে সকলের নিজের মর্জিমতো বাঁচার মৌলিক অধিকার রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: কেউ বলছেন অকৃতজ্ঞ, কেউ জানাচ্ছেন শুভেচ্ছা, দঙ্গল-কন্যাকে নিয়ে দ্বিখণ্ডিত বলিউড​

পারিপার্শ্বিক চাপেই জাইরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি অনুপমের। তাঁর কথায়: ‘‘ধর্মবিশ্বাসে যাতে আঘাত না লাগে, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাইরা। নিজের মতামত জানানোর অধিকার ওঁর রয়েছে। কিন্তু ওঁর পোস্ট পড়ে অসম্ভব কষ্ট হয়েছে আমার। কোথাও না কোথাও মনে হয়েছে, এক রকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে ওঁকে। এটা কখনওই ওঁর একার সিদ্ধান্ত হতে পারে না।’’

আরও পড়ুন: বিপন্ন ধর্ম-বিশ্বাস! অভিনয় ছাড়লেন দঙ্গল-কন্যা জায়রা, ঘোষণা সোশ্যাল মিডিয়ায়​

তবে জাইরা ওয়াসিম নিজে এই যুক্তি আগেই উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের পর তাঁর হয়ে ওই বার্তা কেউ লিখে দিয়ে থাকবে বলে এর আগে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু নিজের প্রতিনিধির মাধ্যমে জাইরা জানিয়ে দেন, স্ব-ইচ্ছায় তিনি নিজেই ওই পোস্টটি লেখেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement