Allu Arjun

Allu Arjun: অল্লু অর্জুনে মুগ্ধ বলিউডের প্রবীণ অভিনেতা, একসঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ

বহুমূল্য লাল চন্দনকাঠের চোরাকারবারির চরিত্রে অল্লুর অভিনয়ে মুগ্ধ প্রবীণ অভিনেতা। সরাসরি ‘রকস্টার’-এর তকমা দিয়েছেন তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২২:০৫
Share:

বক্স অফিসে ভাল ব্যবসা করেছে ‘পুষ্পা’।

সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছেন অনুপম খের। ছবির মুখ্য চরিত্রে থাকা অল্লু অর্জুনের ভূয়সী প্রশংসাও করলেন প্রবীণ অভিনেতা। মুগ্ধতা প্রকাশ করে টুইটারে লিখলেন, ‘‘পুষ্পা’ দেখলাম। আক্ষরিক অর্থেই এটি একটি ব্লকবাস্টার ছবি।’

Advertisement

বহুমূল্য লাল চন্দনকাঠের চোরাকারবারির চরিত্রে অল্লুর অভিনয়ে মুগ্ধ অনুপম। সরাসরি ‘রকস্টার’-এর তকমা দিয়েছেন তাঁকে। দক্ষিণী অভিনেতার উদ্দেশে লিখেছেন, ‘যে সূক্ষ্মতা এবং মনোযোগ দিয়ে তুমি চরিত্রটি করেছ, তা আমার খুবই ভাল লেগেছে। আশা করি খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করতে পারব।’ ‘পুষ্পা’-র সাফল্যে ছবির সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বক্স অফিসে রেকর্ড ব্যবসা ‘পুষ্পা’র। বড় বাজেটের হলিউড-বলিউডের ছবিও ধোপে টেকেনি প্রতিযোগিতায়। দু’দিনেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি। ‘ওটিটি’-র দৌলতে এখনও ‘পুষ্পা’র ঘোর কাটিয়ে উঠতে পারেননি দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement