Sandeep Reddy Vanga

ঝুলিতে তাঁর হিটের হ্যাটট্রিক, তার পরেও পৈতৃক ভিটেছাড়া সন্দীপ রেড্ডি বঙ্গা! কেন জানেন?

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত দ্বিতীয় হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’। বিশ্বজোড়া বক্স অফিসে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কপূর অভিনীত এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:২৯
Share:

সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবি: সংগৃহীত।

চলতি মাসেই মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’-এর পরে পরিচালক হিসাবে বঙ্গার তৃতীয় ছবি এটি। আগের দুই ছবিই বাণিজ্যিক দিক থেকে সফল। ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে দক্ষিণী বিনোদন জগতে নিজের জমি খুঁজে পেয়েছিলেন বঙ্গা। তার পরে ‘কবীর সিংহ’ ছবির দৌলতে বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। পরিচালক হিসাবে বঙ্গার তৃতীয় ছবি ‘অ্যানিম্যাল’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুরন্ত ব্যবসা করছে রণবীর কপূর অভিনীত এই ছবি। ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ‘অ্যানিম্যাল’। বিশ্বজোড়া বক্স অফিসে ছবির ব্যবসার পরিসংখ্যান ৯০০ কোটি ছুঁইছুঁই। বক্স অফিসে এক প্রকার হিটের হ্যাটট্রিক করে ফেলেছেন বঙ্গা। তা সত্ত্বেও নিজের পৈতৃক ভিটেছাড়া তিনি। কেন জানেন?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অ্যানিম্যাল’-এর অন্যতম অভিনেতা সিদ্ধান্ত কারনিক জানান, নিজের প্রথম ছবির জন্য টাকা জোগাড় করতে নাকি পৈতৃক জমি বিক্রি করতে হয়েছিল বঙ্গাকে। সিদ্ধান্ত জানান, কেরিয়ারের প্রথম দিকে নাকি বঙ্গাকে কেউ পরিচালক হিসাবে প্রথম সুযোগ দিতে চাইছিলেন না। নিজের কাছের কলাকুশলীদের নিয়ে তাই ছোট একটি প্রযোজনা সংস্থাই খোলেন বঙ্গা। কিন্তু প্রথম ছবি তৈরি করার আগেই সেই ছবির বিনিয়োগকারী হাত গুটিয়ে নেন। টাকার অভাবে পড়েন বঙ্গা। সেই সময় তাঁর ছবির জন্য টাকা জোগাড় করতে বঙ্গার পরিবার নাকি ৩৬ একর পৈতৃক জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই টাকা দিয়েই নাকি ‘অর্জুন রেড্ডি’ ছবি বানান বঙ্গা।

বক্স অফিসে প্রায় ৫১ কোটি টাকার ব্যবসা করেছিল বঙ্গার প্রথম ছবি ‘অর্জুন রেড্ডি’। তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল ওই ছবি। ‘অর্জুন রেড্ডি’র জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে তেলুগু ছবির হিন্দি সংস্করণও তৈরি করেন বঙ্গা। তাঁর ‘কবীর সিংহ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহিদ কপূর। সেই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ৪০০ কোটি টাকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement