Anil Kapoor

একসঙ্গে ছবি?

দিনকয়েক আগেই সোনম কপূরও টুইট করে এই জুটিকে আবার বড় পর্দায় দেখতে চান বলে জানিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০২:০০
Share:

ফাইল চিত্র।

সম্প্রতি সমুদ্রসৈকতে দৌড়নোর একটি ভিডিয়ো পোস্ট করেছেন অনিল কপূর। অনেক দিন পরে সমুদ্রসৈকতে এ ভাবে শারীরচর্চা শুরু করে বেশ খুশি তিনি। তাঁর ভিডিয়োয় কমেন্ট করেছেন ঈশান খট্টর, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ-সহ ইন্ডাস্ট্রির অনেকেই। তবে চোখ টেনেছে জ্যাকির কমেন্ট থ্রেড। কারণ সেখানে জ্যাকির উদ্দেশে অনিল লিখেছেন, ‘‘আমাদের পরবর্তী কাজের জন্য প্রস্তুত হও। টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।’’ সেখানে অনিলকে উত্তর দিয়েছেন জ্যাকি, ‘‘মন থেকে অপেক্ষা করে আছি, আমার লখন।’’ জ্যাকি নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ারও করেছেন। দিনকয়েক আগেই সোনম কপূরও টুইট করে এই জুটিকে আবার বড় পর্দায় দেখতে চান বলে জানিয়েছিলেন। আর এখন অনিল-জ্যাকির কথোপকথন সেই ছবিরই বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement