Anik Datta

সানি দেওলের ছেলের বিয়েতে নিমন্ত্রিত অনীক দত্ত, হবু বৌমা কে হন পরিচালকের?

সানি দেওলের ছেলের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের খ্যাতনামী পরিচালক অনীক দত্ত। অভিনেতার হবু বৌমার সঙ্গে কী সম্পর্ক তাঁর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৮:৪৮
Share:

কর্ণ-দৃশার প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে পরিচালক অনীক দত্ত। ছবি: ফেসবুক।

দেওলদের বাড়িভর্তি অতিথি। কারণটা এখন সারা মুম্বইয়ের জানা। অভিনেতা সানি দেওলের ছেলের বিয়ে। বহু বছর পর দেওল পরিবারে বিয়ে হচ্ছে। স্বাভাবিক ভাবেই কোনও খামতি রাখছেন না বাবা সানি দেওল। কর্ণ দেওল গাঁটছড়া বাঁধতে চলেছেন চিত্র পরিচালক বিমল রায়ের নাতনি দৃশা আচার্যের সঙ্গে। ১৩ তারিখ আইনি বিয়ে সেরেছেন দৃশা-কর্ণ। তার পরই কেক কেটে, ঘরোয়া পরিবেশেই নাচগান সে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সানি দেওলের ছেলের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের খ্যাতনামী পরিচালক অনীক দত্ত। ফেসবুকে কর্ণের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন পরিচালক।

Advertisement

এত দিন সকলেরই প্রায় জানা পরিচালক বিমল রায়ে প্রপৌত্রী দৃশা। স্বাভাবিক ভাবেই দৃশার সঙ্গে রয়েছে বাঙালি যোগ। সেখানে পরিচালক অনীকের সঙ্গে সম্পর্ক। সানির হবু বউমা আসলে অনীক দত্তের তুতো ভাইয়ের মেয়ে। সে দিকে থেকে সম্পর্কে জ্যাঠা হচ্ছেন পরিচালক।

ছেলের বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন সানি দেওল। কর্ণের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে একের পর হিন্দি গানে নাচছেন সানি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন অনীক। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বধাই হো’ ছবির ‘মোরনি বানকে’ গানটিতে নেচেছেন দৃশার হবু শ্বশুর। আগামী ১৬ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন কর্ণ-দৃশা। মুম্বইয়ের অভিজাত হোটেলে বসছিল বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের উপস্থিতিতে নতুন এক অধ্যায় শুরু করবেন সানি-পুত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement