Ananya Panday & Aditya Roy Kapur

স্পেনের পর অন্য দেশে ক্যামেরাবন্দি আদিত্য-অনন্যা, কোন শহরে সময় কাটাচ্ছেন তাঁরা?

গত সপ্তাহেই পড়ন্ত বিকেলে আদিত্যের বাহুলগ্না অনন্যার ছবি ছড়িয়ে পড়ে। এ বার ফের নিভৃতে ক্যামেরাবন্দি দুই তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১১:১৭
Share:

(বাঁ দিকে) আদিত্য রয় কপূর। অনন্যা পাণ্ডে (ডান দিকে)। ছবি : সংগৃহীত।

জল্পনা অনেক দিন ধরেই চলছিল। আদিত্য রয় কপূর এবং অনন্যা পাণ্ডে নাকি প্রেম করছেন। বলিউডের কোনও গোপন পার্টি হোক কিংবা অনুষ্ঠান— ইদানীং তাঁদের একসঙ্গে দেখা যায়। তবু মুখে কুলুপ। কিন্তু সম্প্রতি স্পেনের মাটিতে অতর্কিতে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা। পড়ন্ত বিকেলে আদিত্যের বাহুলগ্না অনন্যা। একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করছেন যুগল। স্পেনে আদিত্য এবং অনন্যার একান্তে সময় কাটানোর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই জলের মতো স্পষ্ট হয়ে যায় সবটা। অনুরাগীদের একাংশ তাঁদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিয়ে দেন। স্পেনের পর এ বার পর্তুগালে দেখা মিলল চর্চিত যুগলের।

Advertisement

পর্তুগালের রেস্তরাঁয় আদিত্য-অনন্যা। ছবি : সংগৃহীত।

এই মুহূর্তে একে অপরকে চোখে হারাচ্ছেন আদিত্য-অনন্যা। পর্তুগালের রাজধানী লিসবনের এক ক্যাফেতে দেখা গেল দুই তারকাকে। মুখোমুখি বসে কথা বলেছেন তাঁরা। একের অপরের চোখে চোখ রেখে যেন হারিয়ে গিয়েছেন। সামনে রাখা ওয়াইনের গ্লাস। আদিত্যর পরনে নীল রঙের শার্ট, অনন্যার পরনে পিচ রঙের হুডি। সাজসজ্জায় রূপটানের লেশ মাত্র নেই, একেবারে সাদামাটা ভাবেই দেখা গেল তাঁদের।

তবে যুগলের একত্রে ভ্রমণের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে কটাক্ষ শুরু। নেপথ্যে রয়েছে দুই তারকার বয়সের ব্যবধান। আদিত্যর বয়স এখন ৩৭ বছর, অনন্যার ২৪। অবশ্য প্রেম কবেই বা বয়সের গণ্ডি মেনেছে। অসম বয়সি যুগল বা দম্পতির ভূরি ভূরি উদাহরণ রয়েছে বলিউডে। যেমন অর্জুন কপূর এবং মালাইকা আরোরা কিংবা সইফ আলি খান এবং করিনা কপূর। আবার প্রিয়ঙ্কা চোপড়ার থেকে তাঁর স্বামী নিক জোনাস প্রায় ১০ বছরের ছোট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement