Ishaan Khatter

Ananya Panday-Ishaan Khatter: তিন বছরের সম্পর্কে ছেদ, আলাদা হলেন অনন্যা এবং ঈশান

‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান এবং অনন্যা। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব পেরিয়ে ভাল লাগা। ভাল লাগা গড়াল ভালবাসায়। নিজেদের সম্পর্ক নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। মাদক-কাণ্ডে অনন্যার নাম জড়ানোর পরেও তাঁর পাশে ঈশান। ফুল নিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। পাশে ছিলেন তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৫:৩৪
Share:

অনন্য়া-ঈশান

সম্পর্কের কথাও কোনও দিন স্বীকার করেননি। বিচ্ছেদ নিয়েও তাই মুখ খোলেননি ঈশান খট্টর এবং অনন্যা পাণ্ডে। কিন্তু সংবাদমাধ্যমের সূত্রে খবর, তিন বছরের সম্পর্কে ছেদ পড়েছে। আলাদা হয়ে গিয়েছেন দুই তরুণ-তরুণী।

সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে ছবি দেওয়া বা জনসমক্ষে একে অপরের প্রশংসা করতেন তাঁরা। সূত্রের কথায়, তিক্ততায় শেষ হয়নি সম্পর্ক। এখনও তাঁরা একে অপরের ভাল বন্ধু। দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়ে সম্পর্কে ইতি টেনেছেন। এমনকি একসঙ্গে ছবিতেও অভিনয় করবেন তাঁরা।

Advertisement

গত ডিসেম্বরে বছর শেষের উদ্‌যাপন উপলক্ষে রণথম্বোরে বেড়াতে গিয়েছিলেন অনন্যা-ঈশান। যদিও একসঙ্গে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করেননি এক বারও। তাও একাধিক কৌতূহলী চোখ তাঁদের ভ্রমণের কথা বুঝে গিয়েছিল।

‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান এবং অনন্যা। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব পেরিয়ে ভাল লাগা। ভাল লাগা গড়াল ভালবাসায়। মাদক-কাণ্ডে অনন্যার নাম জড়ানোর পরেও তাঁর পাশে ঈশান। ফুল নিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। পাশে ছিলেন তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement