Celebrity Kids

দাদুর বাড়িতে নিত্য অশান্তি, শেষমেশ ঘর ছেড়ে অন্যত্র গিয়ে উঠলেন অমিতাভের নাতনি

‘জলসা’য় অশান্তি এখন নিত্য দিনের ঘটনা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের ভাঙন নিয়ে কানাঘুষো দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই দাদুর বাড়ি ছাড়লেন নব্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২৫
Share:

নব্যা নন্দা ও অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

বচ্চন পরিবারের অশান্তির খবর বলিপাড়ায় নতুন নয়। গত কয়েক মাস ধরেই কানাঘুষো, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তা নিয়েই এখন সরগরম ‘জলসা’। এর মধ্যেই দাদু অমিতাভ বচ্চনের বাড়ি ছাড়লেন নাতনি নব্যা নভেলি নন্দা! কোথায় গেলেন তিনি?

Advertisement

চলতি বছরের শুরুর দিক থেকেই নাকি বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেম করছেন নব্যা। এক জন বলিউডের উঠতি তারকা, ‘গলি বয়’ ও ‘গহরাইয়াঁ’-এর মতো ছবির সৌজন্যে পরিচিতি তাঁর। অন্য জন অমিতাভের নাতনি। বলিপাড়ায় একসঙ্গে একাধিক পার্টিতে দেখা গিয়েছে তাঁদের। গত কয়েক মাস ধরেই কানাঘুষো, নিজেদের সম্পর্ক নিয়ে নাকি ভাবনাচিন্তাও শুরু করছেন তাঁরা। গোয়ায় একসঙ্গে ছুটি কাটিয়েছেন। মুম্বইয়ের রাস্তাতেও একে অপরের হাতে হাত রেখে ঘুরেছেন বলিপাড়ার চর্চিত যুগল। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধান্তের পরের ছবি ‘খো গয়ে হম কহাঁ’-র প্রচার ঝলক। প্রচার ঝলক মুক্তির পরের দিনই সিদ্ধান্তের ঘরে দেখা মিলল নব্যার। তবে কি এ বার একত্রবাসের সিদ্ধান্ত নিলেন চর্চিত যুগল?

পার্টিতে বন্ধুদের সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদী, নব্যা নন্দা, আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।

‘খো গয়ে হম কহাঁ’-র প্রচার ঝলক প্রকাশ্যে আসার আগে থেকেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন কলাকুশলীরা। সিদ্ধান্তের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে ও আদর্শ গৌরব। ছবির প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরে একটি পার্টির আয়োজন করেছিলেন সিদ্ধান্ত। নিজের বাড়িতেই রেখেছিলেন সব আয়োজন। সেখানেই অভিনেতার পাশেই দেখা গেল নব্যাকে। চর্চিত প্রেমিকাকে পাশে নিয়েই কেক কাটলেন সিদ্ধান্ত। তবে স্রেফ সিদ্ধান্ত-নব্যা নয়, সেই পার্টিতে দেখা মিলল বলিপাড়ার আরও এক চর্চিত জুটির— আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। ঘটনাচক্রে ‘খো গয়ে হম কহাঁ’ ছবিতে সিদ্ধান্তের সঙ্গেই অভিনয় করেছেন অনন্যা। অবশ্য এই প্রথম নয়, এর আগে ‘গেহরায়িয়াঁ’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা দু’জনে। সিদ্ধান্তের বাড়ির পার্টিতে আদিত্যের কাছাকাছিই দেখা মিলল অনন্যার। সমাজমাধ্যমে এখন ভাইরাল সেই সব ছবি।

Advertisement

‘খো গয়ে হম কহাঁ’-র পোস্টার সমাজমাধ্যমের পাতায় শেয়ার করতেই তাতে প্রতিক্রিয়া দিয়েছিলেন নব্যা। ছবির জন্য শুভকামনাও জানিয়েছিলেন সবাইকে। অন্য দিকে, মাস খানেক আগে মা শ্বেতা বচ্চন নন্দাকে নিয়ে সিদ্ধান্তের সঙ্গে ডেটেও গিয়েছিলেন নব্যা। মুম্বইয়ের এক নামী রেস্তঁরায় মেয়ে ও হবু জামাইয়ের সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ-কন্যাকে। সম্ভ্রান্ত বচ্চন পরিবারে পা রাখার আগে নাকি পরীক্ষায় পাশ করতে হবে সিদ্ধান্তকে। তাই অভিনেতাকে নাকি নিজেই ঝালিয়ে নিয়েছিলেন শ্বেতা। তার আগে গত জুন মাসে গোয়ায় একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধান্ত ও নব্যা। আলোকচিত্রীদের ক্যামেরার ধরা পড়েছিল তাঁদের ছবি। চিত্রগ্রাহকদের ক্যামেরা দেখেও কোনও রকম লুকোচুরি করেননি। বরং একে অপরের সঙ্গে বেশ সাবলীল ছিলেন সিদ্ধান্ত ও নব্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement