আশার নাচে মুগ্ধ নেটমাধ্যম। ছবি: সংগৃহীত
অনুরাগীদের বারবার হতবাক করে দিয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। কখনও গান গেয়ে, কখনও বা নেচে। ঠিকই পড়েছেন। নেচে!
হালে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর এক পুরনো ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, নেপথ্যে এক মরাঠি গান বাজতেই মঞ্চে নেচে উঠলেন অশীতিপর আশা! তাও হৃতিক রোশনের জনপ্রিয় নাচের কায়দায়। তুমুল হাততালিতে ফেটে পড়ল সভাগৃহ। নেটমাধ্যমে ৭ বছরের পুরনো সেই ঝলক ছড়াতেই ভাইরাল। বুধবার দুপুর পর্যন্ত ১৫ লক্ষের বেশি নেটাগরিক সেই ভিডিয়ো দেখে ফেলেছেন।
১৯৯৯ সালে মুক্তি পায় হৃতিক অভিনীত ব্লকবাস্টার ‘কহো না প্যায়ার হ্যায়’। ছবির ‘এক পল কা জিনা’ গানে হৃতিকের নাচ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। নাচের সেই বিশেষ ভঙ্গী মনে রেখেছেন আশাও। মঞ্চে বেজে ওঠা মরাঠি গানের সঙ্গে অবলীলায় নাচলেন শিল্পী। প্রথমে কিছুটা হৃতিকের নাচের তালে। বাকিটা নিজের মতো করে।
আশার সেই নাচের দৃশ্য।
এখন মুম্বইয়ে লকডাইন। সব সাংস্কৃতিক আদানপ্রদানই নেটমাধ্যমে ফিরে যাচ্ছে আবার। তার মধ্যে ফিরে এল এই ভিডিয়ো। আকাশি নীল সিল্ক শাড়ি, মানানসই গয়নায় আশা এই গান এবং নাচ শুধু তাঁর অনুরাগীদের নয়, বিস্মিত করেছে অধিকাংশ নেটাগরিককেই।