রূপঙ্কর।
লোকে বলছে রূপঙ্কর গান কম অন্য কাজ বেশি করছে...
রূপঙ্কর: ইদানীং শুনছি এই কথাগুলো। লোকে তো এ রকমও বলছে— রূপঙ্করের গানের বাজার ডাউন তাই অন্য দিকে এত কিছু করার চেষ্টা করছে।
সত্যিটা একটু বলুন না তাহলে...
রূপঙ্কর: সত্যি?
শোনা যায় রূপঙ্কর সবচেয়ে বেশি শো করেন। আর এ বছর কোন কোন ছবিতে আপনার গান শুনতে পাওয়া যাবে...
রূপঙ্কর: দেখুন ছবির গান দিয়ে সাফল্য যাচাই করা যায় না। তবে এ বার অনুপমের কথা আর সুরে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'উমা'তে গান গেয়েছি। রাজর্ষির 'বীরপুরুষ'-এ আশু চক্রবর্তীর সুরে গান রেকর্ড করলাম। আর কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ'এ হয়তো গাইব। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতেও গান গাওয়ার কথা।
লিস্ট বেশ লম্বা। আর সবই বড় ব্র্যান্ড।
রূপঙ্কর: অত ভাবি না আমি। গানটা ঠিক করে গাওয়ার চেষ্টা করি।
কিন্তু ইদানীং ডিজিটাল নিয়ে অনেক কিছু ভাবছেন...
রূপঙ্কর: একেবারেই তাই। আমি চেষ্টা করছি যে ভাবেই হোক আমার ইউ টিউব চ্যানেলকে প্রতিষ্ঠা দিতে। কী করব বলুন! আমি বললে তো আর শ্রোতারা গিয়ে সিডি প্লেয়ার কিনে গান শুনবে না। আর শ্রোতাদেরও একা দোষ দিয়ে লাভ নেই। সিডি প্লেয়ার তো কিনতেই পাওয়া যায় না! গাড়িতেও পেন ড্রাইভ। আমার ইউটিউব চ্যানেলে আমি ওয়েব সিরিজ করার কথাও ভেবেছি। একটা শো থাকবে নাম দেব 'আমার সাথে'। নতুন যারা গান গাইছে, কবিতা লিখছে, তাদের প্রমোট করব। তার সঙ্গে আমি যেমন গান গাইতে চাই গাইব। আমার ইচ্ছে মতো।
চেনা মেজাজে...
জন্মদিনের রাতে যেমন গাইলেন রবীন্দ্রনাথের 'এ মোহ আবরণ'...
রূপঙ্কর: যত বয়স বাড়ছে তত রবীন্দ্রনাথের দিকে ঝুঁকছি। 'এ মোহ আবরণ' আমার খুব প্রিয় গান। রেকর্ডিং কোম্পানি তো এ সব গান গাইতে দেবে না। ওদের কথা মতো আমি হয়তো সারাজীবন 'আমার পরান যাহা চায়' আর 'তুমি রবে নীরবে' গেয়ে যাব।
কিন্তু 'এ মোহ আবরণ' আপনি গীটারের সঙ্গে গাইলেন...
রূপঙ্কর: হ্যাঁ। আমি রবীন্দ্রনাথের গানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট অন্য রকম করতে পারি।
এই অ্যারেঞ্জমেন্ট বদল কি নতুন প্রজন্মের কাছে পৌঁছনোর জন্য?
রূপঙ্কর: শুনুন একটা কথা বলি। নতুন প্রছন্মের কাছে যা পৌঁছবার পৌঁছনো হয়ে গেছে আমার। আর দরকার নেই। রবীন্দ্রনাথের গানে স্কোপ আছে অনেক। সেই কথা মাথায় রেখেই উপস্থাপনায় বদলের কথা বলেছি।
নিজেকে বদলানোর জন্য কি ছবিতে অভিনয় করছেন?
রূপঙ্কর: দেখুন, আমি তো আসলে একজন পারফর্মার। এই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া তো একটা অভিনয়ও। তো সেটা যদি পরদায় করতে পারি অসুবিধে কোথায়?
কোন ছবিতে কাজ করছেন?
রূপঙ্কর: 'রঙ রূপ' নামে একটা শর্ট ফিল্মে কাজ করলাম। দেবালয়ের ছবিতে অভিনয় করছি। তবে আমি একটা কথা বলতে চাই। আমি যাই করি না কেন, মনে প্রাণে আমি কিন্তু গানের লোক। মাছ যেমন জল ছাড়া বাঁচে না। আমিও গান ছাড়া বাঁচব না। সময়টা এখন অস্থির। খুব দ্রুত হয়তো বদল হবে আরও।
আজকের গান, গানের জগতও অস্থির!
রূপঙ্কর: লোকে তো গানটাও পুরো শোনে না। নাচতে থাকে। ওয়ার্ল্ড মিউজিকের দিকে যদি দেখি, তখন বুঝি আমরা কত পিছিয়ে আছি। আমরা কেবল ফিল্ম-মিউজিক নিয়ে বাঁচি। আমরা কেউ বাংলা আধুনিক গানের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারছি না! কেন? আর ডিজিটাইজেশন তো অন্য দেশেও হয়েছে। সেখানে কি করে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রাজত্ব করছে? এটা খুব খারাপ লাগে ভাবতে।
রেডিও-তেও তো ছবির গান ছাড়া বাংলা গান বাজে না!
রূপঙ্কর: আমি তো রেডিও স্টেশনে গিয়ে ঝগড়া করেছি। আমাকে যদি বলা হয় আপনার 'বউদিমণি', 'ভোকাট্টা' কেউ শুনতে চায় না। সেটা ভুল কথা। আমি তো রেডিওরই প্রোডাক্ট। আমার গান রেডিওতে বেজেছে। লোকে শুনে তবে আমায় গাইতে ডেকেছে। শুধু আমি কেন? আমি মনোময়, রাঘব, লোপাদি, চন্দ্রবিন্দু সকলের ক্ষেত্রেই তাই।
একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি সব ধারার গান গাইতে পারেন। আজকের দিনে গায়ক হতে গেলে কি সব রকম গান গাইতে হবে?
রূপঙ্কর: নাহ। একেবারেই না। জগজিৎ সিংহ কি রক গেয়েছেন কখনও, বা মাইকেল জ্যাকসন ফোক মিউজিক? সবাই আশা ভোঁশলে হয় না।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
এটা তো আগের কথা। তখন গানের জগত্ অন্য রকম ছিল..
রূপঙ্কর: কে বলেছে? এখন অরিজিৎ সিংহ সব ধরনের গান এত ভাল গায়! ওকে কি কীর্তন গাইতে শুনেছেন? প্রাণে গান থাকলে, প্যাশন থাকলে শিল্পী তার মাঠ ঠিকই পেয়ে যায়।
রূপঙ্কর নিজের মাঠ পেয়েছে?
রূপঙ্কর: সে তো আপনারা বলবেন।
আগের চেয়ে আপনি অনেক বেশি ফোকাসড। এমনকি ফেসবুকে নিজের ব্যক্তিগত কথা যে ভাবে শেয়ার করেন...
রূপঙ্কর: (থামিয়ে) ওটা আর বলবেন না। বউ তো বলছে ইন্টারনেট আমার নেশা হয়ে যাচ্ছে। দেখি ওটা থেকে একটু বেরোতে হবে।
আপনি তাহলে নেশা থেকে বেরিয়ে আসতে পারেন?
রূপঙ্কর: অবশ্যই। আমার গান আমায় সব করিয়ে নেয়।
আরও পড়ুন, বিয়ে করে কি কেরিয়ারে পিছিয়ে পড়লেন? মুখ খুললেন সমতা