Amitabh Bachchan

অমিতাভ-নাতনির ভাইরাল ছবি তুলল কে, জল্পনা ইন্টারনেটে

অমিতাভ বচ্চনের নাতনি সেই প্রোফাইলের উপর থেকে পর্দা তুলতেই, হুহু করে বেড়েছে তাঁর ফলোয়ারের সংখ্যা। হালে তাঁর এক ছবি নিয়ে বিরাট হইচই সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২১:০৯
Share:

নভ্যা নভেলি নন্দা

হালে সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে নভ্যা নভেলি নন্দা। দীর্ঘ দিন ইনস্টাগ্রামে তাঁর প্রফোইল থাকলেও, তিনি তা ‘প্রাইভেট’ করে রেখে দিয়েছিলেন। কিন্তু অমিতাভ বচ্চনের নাতনি সেই প্রোফাইলের উপর থেকে পর্দা তুলতেই, হুহু করে বেড়েছে তাঁর ফলোয়ারের সংখ্যা। হালে তাঁর এক ছবি নিয়ে বিরাট হইচই সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজের গ্ল্যামারাস চেহারার একটি ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তা দেখে একেবারে কুপোকাত অনুরাগীরা। কিন্তু সেটাই একমাত্র কারণ নয় আলোচনায় আসার। আরও বড় কারণ, ছবির তলায় তাঁর প্রেমিক মিজ়ান জাফেরির মন্তব্য। মিজান তাঁর প্রেমিক কিনা, তা নিয়ে নভ্যা অবশ্য কখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু সমাজমাধ্যমে দু’জনের কথাবার্তা, দু’জনের ভাবসাব দেখে অনেকেরই ধারণা, তাঁদের রসায়নে বন্ধুত্বের সঙ্গে ‘প্রেম’ তো জুড়ে আছেই। সেই আলোচনাই আবার উস্কে দিল নভ্যার ছবির তলায় মিজ়ানের মন্তব্য।

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

Advertisement

আরও পড়ুন: রাম মন্দির নির্মাণে সাহায্যের আর্জি জানিয়ে ভিডিয়ো অক্ষয় কুমারের

আরও পড়ুন: সইফের বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা, চারদিকে ‘বয়কট’ রণধ্বনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement