Amitabh Bachchan

উলুবেড়িয়ার কিশোরের মাউথ অর্গানে মুগ্ধ অমিতাভ

অমিতাভের টুইট-বার্তা হাওড়ার উলুবেড়িয়া শহরের লতিবপুরের বাসিন্দা বছর সতেরোর শুভ্রনীল সরকারের ঘরবন্দি জীবনে এনে দিয়েছে অনাস্বাদিত আনন্দ।

Advertisement

সুব্রত জানা

উলুবেড়িয়া শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:১২
Share:

শুভ্রনীল

অমিতাভ বচ্চনের টুইট, ‘অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত’!

Advertisement

উলুবেড়িয়ার এক তরুণের মাউথ অর্গান শুনে নিজের মুগ্ধতা এ ভাবেই প্রকাশ করলেন অমিতাভ। ওই বাজনার ভিডিয়ো ক্লিপ সোমবার রাতে নিজের টুইটারে পোস্ট করে ওই অভিব্যক্তি তাঁর। করোনায় আক্রান্ত অমিতাভ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

অমিতাভের টুইট-বার্তা হাওড়ার উলুবেড়িয়া শহরের লতিবপুরের বাসিন্দা বছর সতেরোর শুভ্রনীল সরকারের ঘরবন্দি জীবনে এনে দিয়েছে অনাস্বাদিত আনন্দ। মঙ্গলবার সকাল থেকে ফোন আর অভিনন্দনের বন্যা। কলকাতা তো বটেই, মুম্বই, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ফোন পেয়েছে সে। শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীত পরিচালক জয় সরকারও।

Advertisement

আরও পড়ুন: বলিউডের ফেভারিটিজমের সবচেয়ে বড় শিকার হলেন কিশোর কুমার, লতাজিরা: অভিজিৎ

আপ্লুত শুভ্রনীলের কথায়, ‘‘প্রায় এক বছর আগে মাউথ অর্গানে একটি রাগ বাজানোর ভিডিয়োটি ইউটিউবে দিয়েছিলাম। অমিতাভ বচ্চনের কমেন্ট দেখে প্রথমে বিশ্বাস করতে পারেনি। ভেবেছিলাম, ওঁর নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে কেউ মন্তব্য করেছে। তারপর ওঁর টুইটার দেখি। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।’’

শুভ্রনীলের মা বাসবীর কথায়, ‘‘অমিতাভ বচ্চনের মতো শিল্পী আমার ছেলের প্রশংসা করেছে শুনে চোখ ভিজে গিয়েছিল।’’ শুভ্রনীলের ইচ্ছে সঙ্গীত পরিচালক হওয়ার। তার কথায়, ‘‘এটা আমার কাছে বিরাট পাওনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement