Amitabh Bachchan

অ্যালেক্সায় অমিতাভ

অমিতাভের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়রি এবং প্রেরণাদায়ক বাণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০২:০২
Share:

—ফাইল চিত্র।

কেরিয়ারের শেষের ইনিংসেও ছক্কা হাঁকাতে পিছপা হচ্ছেন না অমিতাভ বচ্চন। অ্যামাজ়নের ডিভাইস অ্যালেক্সার প্রথম ভারতীয় সেলেব্রিটি ভয়েস হিসেবে শোনা যাবে অভিনেতার কণ্ঠস্বর। সোমবার অ্যামাজ়নের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। অ্যালেক্সা পরিচালিত যন্ত্রে বলতে হবে, ‘‘অ্যালেক্সা, সে হ্যালো টু মিস্টার অমিতাভ বচ্চন।’’ তা হলেই সেই যন্ত্রে বেজে উঠবে ট্রেডমার্ক কণ্ঠস্বর।

Advertisement

অ্যামাজ়নের সঙ্গে নতুন এই গাঁটছড়া প্রসঙ্গে প্রবীণ অভিনেতা বলেছেন, ‘‘টেকনোলজি সব সময়ে আমাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। ছবি, টিভি শো, পডকাস্ট আর এখন এই ভয়েস টেকনোলজি। এর মাধ্যমে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আরও কাছে পৌঁছতে পারব। তাঁদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পারব।’’

অ্যামাজ়নের এই অভিযানে অমিতাভই প্রথম সেলেব নন। ২০১৯ সালে স্যামুয়েল এল জ্যাকসন ছিলেন প্রথম সেলেব, যাঁর সঙ্গে এই জোট গড়েছিল অ্যামাজ়ন। তবে তাঁর স্বর শুধু আমেরিকাতেই শোনা যায়, যেমন অমিতাভের কণ্ঠস্বর শোনা যাবে শুধু এ দেশেই। অমিতাভের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়রি এবং প্রেরণাদায়ক বাণী। আগামী বছর থেকে এই ফিচার পাওয়া যাবে অ্যালেক্সার ডিভাইসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement