Amitabh Bachchan

কেবিসি-তে প্রতিযোগীর মুখে ঐশ্বর্যার চোখের প্রশংসা, শুনে অমিতাভ বললেন…

সম্প্রতি সেখানে অমিতাভের মুখোমুখি হয়েছিলেন দিল্লির পূজা ঝা। খেলায় একটি প্রশ্ন ছিল ‘জোশ’ সিনেমা সংক্রান্ত। শাহরুখ-ঐশ্বর্যা অভিনীত ছবি থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দেন পূজা। তারপরেই তিনি বলেন, ঐশ্বর্যার অপূর্ব চোখ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৪:৪৮
Share:

খেলায় একটি প্রশ্ন ছিল ‘জোশ’ সিনেমা সংক্রান্ত। ছবি: সোশ্যাল মিডিয়া।

খেলার ফাঁকে প্রতিযোগীদের সঙ্গে অমিতাভের টুকরো আলাপচারিতা বরাবরই কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-র অন্যতম আকর্ষণ। ব্যারিটোন ব্যক্তিত্বের মাঝে বিগ বি-র সেন্স অব হিউমার আলাদা মাত্রা এনে দেয় এই গেম শো-র। সেই ধারা বজায় রয়েছে কেবিসি-র চলতি সিজনেও।

Advertisement

সম্প্রতি সেখানে অমিতাভের মুখোমুখি হয়েছিলেন দিল্লির পূজা ঝা। খেলায় একটি প্রশ্ন ছিল ‘জোশ’ সিনেমা সংক্রান্ত। শাহরুখ-ঐশ্বর্যা অভিনীত ছবি থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দেন পূজা। তারপরেই তিনি বলেন, ঐশ্বর্যার অপূর্ব চোখ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়।

শুনে রসিকতা করে অমিতাভ বলেন, ‘‘আপনি যে আমার চোখের প্রশংসা করলেন না, তাতে আমি নিরাশ। তবে আমি আপনার কথা তাঁকে (ঐশ্বর্যা) বলব।’’

Advertisement

শাহরুখ-ঐশ্বর্যা অভিনীত ছবি থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দেন পূজা। ছবি: সোশ্যাল মিডিয়া।

এর আগের একটি এপিসোডে অমিতাভের রসিকতায় উঠে আসে স্ত্রী জয়ার প্রসঙ্গও। খেলতে খেলতে এক প্রতিযোগী বলেন, তিনি তাঁর স্ত্রীর নম্বর মোবাইলে সেভ করেছেন ‘আজি শুনতি হো’ নামে। শুনে অমিতাভ বলেন, তা হলে এ বার থেকে তিনিও স্ত্রী জয়ার নম্বর এই নামেই সেভ করবেন!

আরও পড়ুন: এক বছর বয়সে ‘ডেবিউ’, প্রেমিকার কাছে প্রত্যাখ্যাত আফতাব একই স্ত্রীকে দু’বার বিয়ে করেন

আরও পড়ুন: দীপিকা এ বার ‘দ্রৌপদী’, অন্য ভাবে মহাভারতের গল্প শোনাবেন নায়িকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement