মায়ের সঙ্গে অমিতাভ। ছবি: টুইটারের সৌজন্যে।
বাবা হরিবংশরাই বচ্চন এবং মা তেজি বচ্চনকে নিয়ে সচরাচর খুব একটা প্রকাশ্যে কথা বলেন না অমিতাভ বচ্চন। কিন্তু মায়ের জন্মবার্ষিকী তো কিছুটা আলাদা বটেই। তাই কিছুটা ইমোশনাল হয়ে পড়লেন শাহেনশা। মা ঠিক কেমন ছিলেন, ব্লগে লিখলেন অভিনেতা।
অমিতাভ লিখেছেন, ‘মায়ের জন্মবার্ষিকী... ১২ অগস্ট... যখন হতাশা আসত, তখন মা আশা দিতেন। যখন সাফল্য আসত মা কেঁদে ফেলতেন। জীবনের শেষ দিন পর্যন্ত আমি কী খেয়েছি তা জানার চেষ্টা করতেন। যখন বাইরে যেতাম বলতেন যেন তাড়াতাড়ি ফিরি...।’
পারিবারিক অ্যালবাম থেকে একটি বিশেষ ছবিও শেয়ার করেছেন অমিতাভ। বাবা-মা, ভাই, স্ত্রী সহ গোটা বচ্চন পরিবার রয়েছে সেই ফ্রেমে। ফিল্ম, থিয়েটার, মিউজিকের প্রতি অমিতাভের আগ্রহ তৈরি করেছিলেন তাঁর মা। দিল্লির এক রেস্তোরাঁয় প্রথম বলরুম ডান্সও শাহেনশা করেছিলেন মায়ের উৎসাহেই। এ সব টুকরো মুহূর্তের কোলাজে এ দিন যেন মাকেই আঁকড়ে ধরতে চেয়েছেন অভিনেতা।
আরও পড়ুন, শোকসভায় গিয়ে হাসি, ট্রোলড হলেন অভিষেক
অমিতাভের মা গাড়ি চালাতে ভালবাসতেন। প্রিয়জনেদের গাড়ি চালিয়ে কফি খাওয়াতে নিজে যাওয়া ছিল তাঁর পছন্দের বিনোদন। বাবার জন্য মায়ের আত্মত্যাগও কিছু কম নয় তাও ধরা পড়েছে অমিতাভের স্মৃতিচারণায়। তাঁর কথায় ‘এখন আমার সঙ্গে শুধু মায়ের স্মৃতি রয়েছে। মা নেই। কিন্তু সেই স্মৃতিই আমার কাছে অনেক কিছুর থেকে অনেক বেশি।’ 🙏🙏🙏🙏🙏🙏🌹
অমিতাভের মা গাড়ি চালাতে ভালবাসতেন। প্রিয়জনেদের গাড়ি চালিয়ে কফি খাওয়াতে নিজে যাওয়া ছিল তাঁর পছন্দের বিনোদন। বাবার জন্য মায়ের আত্মত্যাগও কিছু কম নয় তাও ধরা পড়েছে অমিতাভের স্মৃতিচারণায়। তাঁর কথায় ‘এখন আমার সঙ্গে শুধু মায়ের স্মৃতি রয়েছে। মা নেই। কিন্তু সেই স্মৃতিই আমার কাছে অনেক কিছুর থেকে অনেক বেশি।’