অমিতাভ বচ্চন
করোনাকে জয় করে সদ্য বাড়ি ফিরেছেন তিনি। ফিরেও অবশ্য তিনি গৃহবন্দি। রয়েছেন কড়া নিয়মে। এরই মধ্যে নিজের ব্লগে অমিতাভ বচ্চনের একটি ঘোষণায় বেশ চিন্তিত তাঁর ভক্তেরা। বুধবার অমিতাভ লেখেন, খুব শীঘ্রই ‘কউন বনেগা ক্রোড়পতি’র শুট শুরু হতে চলেছে। সতর্কতার সঙ্গেই শুট করা হবে। সে জন্য যে অনেক প্রস্ততি নেওয়া হচ্ছে সে কথাও জানিয়েছেন বিগ-বি। কাজে ফিরতে চলেছেন অভিষেক বচ্চনও।
কিন্তু ভক্তদের দুশ্চিন্তা কমছেই না। চিন্তা করতে এর আগে মে মাসেও বারণ করেছিলেন বিগ-বি ‘কউন বনেগা ক্রোড়পতি’-র প্রোমো শুটের সময়। করোনাকালে কাজ করা কি আদপে নিরাপদ? বিগ-বি’কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “বেশ করেছি, কাজ করেছি। আপনার কী সমস্যা? যদি সমস্যা থেকেও থাকে তবে তা নিজের কাছে রাখুন।’’তিনি আরও লিখেছিলেন, “দু’দিনের শুট একদিনে শেষ করা হয়েছে। সতর্কতা মেনেই সব করা হয়েছে।’’তা সত্ত্বেও করোনা তাঁকে ছাড়েনি। ছাড়েনি তাঁর পরিবারকেও। রেকর্ডিং স্টুডিয়ো থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক, আশঙ্কা করা হয়েছিল এমনটাই।
যদিও মহারাষ্ট্র সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ৬৫ বছরের বেশি অভিনেতাদের কাজে কোনও বাধা নেই। তবুওদুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারছেন না বিগ-বি’র অনুগামীরা।