Nimrat Kaur

Nimrat Kaur-Amitabh Bachchan: ‘দশভি’তে নিমরতের অভিনয়ে মুগ্ধ অমিতাভ, হাতে লেখা চিঠি-ফুল পাঠিয়ে প্রশংসা খোদ বিগ বি-র

কারও অভিনয় পছন্দ হলে বরাবরই তাঁকে হাতে লেখা চিঠি পাঠান অমিতাভ। তেমন চিঠির প্রাপকের তালিকায় এ বার ঢুকে পড়লেন নিমরতও। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন খোদ বিগ বি। তা-ও হাতে লেখা চিঠিতে। সঙ্গে ফুলের তোড়া। অমিতাভের চিঠি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন নিমরত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১২:৪০
Share:

অমিতাভের চিঠি পেয়ে আপ্লুত নিমরত!

মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা কুড়োচ্ছে ‘দশভি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম এবং নিমরত কউর। কিন্তু ছেলে নয়, বাবা অমিতাভ বচ্চনের মুগ্ধতা আদায় করে নিলেন নিমরত। নিজের হাতের লেখা চিঠি, ফুল পাঠিয়ে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিগ বি স্বয়ং‌! যা হাতে পেয়ে আনন্দে-আবেগে প্রায় আকাশে উড়ছেন নিমরত!

ছবিতে মুখ্য চরিত্রে বড় মাপের কোনও তারকা থাকলে সাধারণত প্রচার বা প্রশংসার আলো ঘিরে ফেলে তাঁকেই। পার্শ্বচরিত্র যত নিখুঁত অভিনয়ই করুন, বড়সড় চর্চার কেন্দ্রবিন্দুতে সাধারণত থাকেন সেই তারকাই। পার্শ্বচরিত্রের অভিনেতারা চর্চাতেও যেন খানিক আড়ালেই থেকে যান। অভিষেকের পাশে নিমরতেরও কি তেমনটাই হওয়ার কথা ছিল? হতে দিলেন না বিগ বি স্বয়ং! কারও অভিনয় পছন্দ হলে বরাবরই তাঁকে হাতে লেখা চিঠি পাঠান অমিতাভ। সেই চিঠির প্রাপকের তালিকায় এ বার ঢুকে পড়লেন নিমরতও। ‘দশভি’তে দুর্নীতির দায়ে জেলবন্দি নেতা গঙ্গারাম চৌধুরীর ভূমিকায় অভিষেক। স্ত্রী বিমলা দেবীর চরিত্রে অভিনয় করেছেন নিমরত। গঙ্গারাম জেলে যাওয়ার পরে গল্পের হরিৎ প্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে বিমলাই। সেই চরিত্রেই নিমরতের অনবদ্য অভিনয় নজর কেড়েছে বলিউডের ‘শাহেনশা’র।

Advertisement

তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন খোদ বিগ বি। তা-ও আবার হাতে লেখা চিঠি পাঠিয়ে। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন নিমরত। নিজের ইনস্টাগ্রামে সেই চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, ’১৮ বছর আগে যখন মুম্বই শহরে পা রেখেছিলাম, ভাবিইনি এক দিন খোদ অমিতাভ বচ্চন আমার নাম জানবেন, আমার সঙ্গে দেখা হওয়ার কথা মনে রাখবেন, বিজ্ঞাপনে আমার কাজের প্রশংসা করবেন, আর এ বার ছবির অভিনয়ের প্রশংসা করতে আমায় চিঠি আর ফুল পাঠাবেন নিজেই। সবটাই তখন কল্পনারও অতীত ছিল। সুদূর স্বপ্নের মতো। তা-ও হয়তো নিজের নয়, অন্য কারও স্বপ্ন!’

এ বার অমিতাভের চিঠি সেই স্বপ্নকেই ঘোর বাস্তব করে দিল নিমরতের জীবনে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement