Amitabh Bachchan

‘অভিষেকই পরিবারের গর্ব’, ছেলের জন্মদিনে লিখলেন অমিতাভ বচ্চন

সদ্য ৪৭-এ পা দিলেন অভিষেক বচ্চন। কেরিয়ারের বেশির ভাগ সময় নিন্দকদের কটাক্ষ শুনতে হয়েছে অভিষেককে। জন্মদিনে সে সবের কড়া জবাব দিলেন গর্বিত বাবা অমিতাভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৭
Share:

ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

শুরুর দিন থেকেই ক্রমাগত তুলনার মুখে পড়েছেন অভিষেক বচ্চন। তা-ও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে। সুপারস্টার বাবার ছেলে বলে কথা। তাঁর প্রতিটি কাজেই হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রশংসা, পুরস্কার যেমন পেয়েছেন, সমালোচনাও শুনেছেন বিস্তর। তবে সমালোচকদের পাল্টা উত্তর দিতে যাননি জুনিয়র বচ্চন। সদ্য ৪৭-এ পা দিলেন অভিষেক। ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের নিন্দকদের কড়া জবাব দিয়ে লিখলেন ‘‘বচ্চন পরিবারের গর্ব তুমি।’’

Advertisement

ছেলেকে যেমন ভালবাসেন, তেমনই তাঁকে নিয়ে গর্ব অনুভব করেন অমিতাভ বচ্চন। প্রায়ই ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিগ বি। অভিষেকের কবাডি দল জয়পুর পিঙ্ক প্যান্থার্স প্রো কবাডি লিগ জিতেছে। তার পরই ছেলেকে উচ্ছ্বসিত বাহবা ‘বিগ বি’-র। তাঁর চোখে ছেলে সব সময় জয়ী। কিন্তু এত দিন ধরে যাঁরা অভিষেকের নিন্দামন্দ করেছেন, তাঁদের উদ্দেশে কলম ধরলেন অভিষেকের সুপারস্টার বাবা।

অমিতাভ বচ্চন ছেলের অভিষেকের জন্য লেখেন, ‘‘সময় কী ভাবে চলে যায়, তা বোঝাই যায় না। পিছনে ফিরে তাকালে আমাদের আনন্দ হয়, গর্ব হয় তোমার জন্য। আজকে তুমি যেটাই অর্জন করেছ, তাঁর কৃতিত্ব তোমারই। এর পিছনে রয়েছে তোমার শ্রম, নিষ্ঠা, একাগ্রতা। আজ তুমি তোমার নিন্দকদের, সমালোচকদের ভুল প্রমাণ করেছ।’’ তিনি ছেলের প্রশংসায় আরও লেখেন, ‘‘বাবা হয়ে ছেলের সাফল্য দেখা গর্বের। পরিবারের গর্ব তুমি। যে সাফল্য তুমি পেয়েছ, তাঁর প্রতিটা সিদ্ধান্তই তোমার।’’

Advertisement

অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন স্বামীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন, ‘‘শুভ জন্মদিন ভালবাসা, আজীবন ও সারা জীবনের শুধুই তুমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement