Amitabh Bachchan

‘শান্তারাম’-এ অমিতাভ

ডন কাদের খানের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

Advertisement
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ০০:১৭
Share:

অমিতাভ

ওটিটি কনটেন্টের জন্য ধুন্ধুমার পড়ে গিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে। অ্যাপল টিভির সিরিজ় ‘শান্তারাম’-এর শুট শুরু হওয়ার কথা ছিল এই বছর। তবে অতিমারির জন্য সেই প্রজেক্ট স্থগিত হয়ে যায়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী বছর ফ্লোরে যেতে পারে সিরিজ়টি। সেখানে ডন কাদের খানের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। গ্রেগরি ডেভিড রবার্টসের বেস্ট-সেলিং উপন্যাস ‘শান্তারাম’ অবলম্বনে সিরিজ়টি তৈরি করছেন জাস্টিন কারজ়েল। মুখ্য চরিত্রে থাকছেন চার্লি হানাম। এই সিরিজ়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাধিকা আপ্টেও।

Advertisement

সিরিজ়ের অধিকাংশ শুট হবে দক্ষিণ মুম্বই ও ধারাবীতে। সেটের বদলে আউটডোরেই শুট হওয়ার কথা। শোনা যাচ্ছে, আগামী বছরে শুটের জন্য মুম্বইয়ের কম ঝুঁকিপূর্ণ জায়গায় রেকি করছে স্থানীয় প্রোডাকশন টিম। এর আগে পরিচালক মীরা নায়ারের ‘শান্তারাম’ ছবি করার কথা ছিল। কিন্তু লোকেশন নিয়ে জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। সেই প্রজেক্টেরও অংশ ছিলেন অমিতাভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement