Entertainment News

প্রিয়জনের প্রয়াণ, শেষকৃত্যে উপস্থিত অমিতাভ

শুধু অমিতাভের সচিবের দায়িত্ব পালন নয়। ১৯৯৮-এ মুক্তিপ্রাপ্ত অমিতাভ অভিনীত জনপ্রিয় ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক ছিলেন শীতল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৯:০৮
Share:

অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

শনিবার প্রয়াত হয়েছেন অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সচিব শীতল জৈন। দীর্ঘ ৩৫ বছর অমিতাভের সচিবের দায়িত্ব পালন করেছিলেন শীতল। শনিবার মুম্বইয়ের ভিলে পার্লে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisement

শীতলের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেন বলিউডের বহু শিল্পী। অনুপম খের টুইট করেন, ‘হঠাত্ই প্রযোজক শীতল জৈন জি-র চলে যাওয়ার খবর পেলাম। মিস্টার বচ্চনের সচিব হিসেবে ওঁকে দীর্ঘ দিন ধরে চিনতাম। ভদ্রলোক বলতে ঠিক যা বোঝায়, তা-ই ছিলেন। ঈশ্বর ওঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করে নেওয়ার ক্ষমতা দিক।’

পরিচালক তথা প্রযোজক মধুর ভান্ডারকর লেখেন, ‘শীতলজির চলে যাওয়ার খবর শুনে খারাপ লাগছে। খুবই ভাল মানুষ ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি ওঁকে মিস করবে…।’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

শুধু অমিতাভের সচিবের দায়িত্ব পালন নয়। ১৯৯৮-এ মুক্তিপ্রাপ্ত অমিতাভ অভিনীত জনপ্রিয় ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র প্রযোজক ছিলেন শীতল। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক এবং ঐশ্বর্যা।

আরও পড়ুন, কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা, এখন কেমন আছেন?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement