অমিত কুমারের জন্মদিনে পথ কুকুরদের খাওয়ানোর উদ্যোগ
গায়ক অমিত কুমারের ৬৯তম জন্মদিন উপলক্ষে পথ কুকুরদের খাওয়ানোর কর্মসূচী নিয়েছে তাঁর ফ্যান ক্লাব। মূল উদ্যোক্তা সমাজসেবী স্বাতীলগ্না বল। তাঁর সঙ্গে হাত মিলিয়েছে অমিত কুমারের অফিসিয়াল ফ্যান ক্লাব। এই উদ্যোগে আপ্লুত অমিত কুমার। গায়কের কথায়, ‘‘আমি খুব খুশি। পশু-পাখির ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকে না। ওদের জন্য কিছু করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। আমার স্ত্রী রিমাও পশুপ্রেমী।’’ অমিতের কথায় জানা গেল, কিশোর কুমারের চতুর্থ স্ত্রী, লীনা চন্দভরকরও সারমেয়-প্রেমী। কিশোর কুমারও পশুপাখি নিয়ে থাকতে ভালবাসতেন। অমিত কুমারের বাড়িতে বিড়াল, কুকুর সবই রয়েছে।
প্রায় ৫০টা পথ কুকুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। স্বাতীলগ্না প্রতি দিনই কুকুরদের দেখাশোনা করেন। স্বাতীলগ্না বললেন, ‘‘এ রকম এক বিশেষ দিনের উদযাপনে যে পথ কুকুরদের কথা ভাবা হয়েছে, সেটাই খুব আনন্দের।’’
অমিত কুমার ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা-সম্পাদক সুদীপ্ত চন্দ বললেন, ‘‘করোনার সময়ে সিংহভাগ মানুষেরই মানসিক অবস্থা ভাল নয়। কোনও রকম উৎসব করার সময় এটা নয়। তাই সঙ্গীতশিল্পীর জন্মদিনে কোনও উৎসবের আয়োজন না করে অবলা প্রাণীদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে। স্বাতীলগ্নার সহযোগিতায় এই উদ্যোগ সম্ভব হল। ক্লাবের সকল সদস্যের সহযোগিতা অনস্বীকার্য।’’