Amir khan

আমির-তনয়ের অভিষেক

মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৩:০৬
Share:

জুনেদ-আমির

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকা তনয়, আমির খানের ছেলে জুনেদ খান। বাবার নাম যখন এত ওজনদার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, তা অনুমেয়। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে ডেবিউ করবেন জুনেদ। গুজরাতি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মলহোত্র, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন। বড় পর্দায় মুখ দেখানোর আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনেদ, নিজেকে তৈরি করার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন, উত্তর দেবে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement