Ameesha Patel

ছোট পোশাকে উপস্থিত হন অমিশা, কেন বদলে সালোয়ার-কামিজ় পরতে বাধ্য করেন সঞ্জয় দত্ত?

“সঞ্জয় শুধু বলত, ‘তোর আমি বিয়ে দেব।’ তবে ২০ বছর কেটে গিয়েছে একটা ছেলে খুঁজে পায়নি। ও বলেছিল, আমার কন্যাদান করবে”, বললেন অমিশা পটেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:৪৫
Share:

ছবি: সংগৃহীত।

বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন অমিশা পটেল। এক সময় পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সে ‘সিঙ্গল’ অভিনেত্রী। তবে এক সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। একে অপরের কাছের বন্ধু ছিলেন তাঁরা। তবুও মনোমালিন্যের কারণে ছেদ পড়ে সেই ঘনিষ্ঠ বন্ধুত্বে। অমিশার বিয়ে দিতে চেয়েছিলেন সঞ্জয়। তবে সে আর হয়ে ওঠেনি। যদিও অমিশাকে নিয়ে খুবই স্পর্শকাতর ছিলেন সঞ্জয়। অমিশাকে ছোট পোশাক পরার অনুমতি দিতেন না পর্যন্ত! নেপথ্য কারণ জানালেন অভিনেত্রী।

Advertisement

ঘটনাটা অমিশার জন্মদিনের। সঞ্জয়ের বাড়িতে অমিশার জন্মদিনের পার্টি। ছোট পোশাকে সেখানে হাজির হন অভিনেত্রী। পছন্দ না হওয়ায় অমিশাকে আধুনিক পোশাক বদলে সালোয়ার-কামিজ় পরতে বাধ্য করেন অভিনেতা। অমিশার কথায়, ‘‘সঞ্জয় আমার পরিবারের মতো। খুব কাছের। আমার বিষয়ে ভীষণ স্পর্শকাতর। সব সময় আমাকে আগলে রাখে। আমাকে সব সময় বলত, এই ইন্ডাস্ট্রি আমার জায়গা নয়। আমার সারল্য নিয়ে চিন্তিত থাকত।” তিনি আরও যোগ করেন, “আমাক বরাবরই ছোট ভাবত। শুধু বলত, ‘তোর আমি বিয়ে দেব।’ তবে ২০ বছর কেটে গিয়েছে একটা ছেলে খুঁজে পায়নি। ও বলেছিল, আমার কন্যাদান করবে।” তবে মুখে এখন যা-ই বলুন না কেন, সঞ্জয়ের তাঁর প্রতি অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা এবং অধিকারবোধই অমিশার সঙ্গে ঝামেলার কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement