MS Dhoni

অবসরের সিদ্ধান্ত নিজে নিতে চান না ধোনি! কে নেবে, কবে নেবে, জানিয়ে দিলেন মাহি

কিছু দিন আগে মহেন্দ্র সিংহ ধোনি বলেছিলেন, আর যে ক’বছর ক্রিকেট খেলবেন, শিশুর মতো উপভোগ করতে চান। এ বারের আইপিএলও সে ভাবেই খেলতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৬:৩৬
Share:
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

শনিবার প্রথম বার আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির খেলা দেখতে এসেছিলেন তাঁর বাবা পান সিংহ এবং মা দেবকী। তার আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি এবং মেয়ে জিভার কথোপকথনের মধ্যে ‘শেষ ম্যাচ’ শব্দ দু’টি ভাইরাল হয় সমাজমাধ্যমে। তা থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করবেন মাহি। বেশ কিছু দিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। এ বার ধোনি নিজেই তা নিয়ে মুখ খুললেন।

Advertisement

সমাজমাধ্যমে ব্যবহৃত বিষয়বস্তু নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) রাজ শামানির মুখোমুখি হয়েছিলেন ধোনি। এই প্রথম পডকাস্টে আত্মপ্রকাশ করলেন তিনি। ‘ধোনি’ অ্যাপে দেখা যাবে তাঁর সাক্ষাৎকার। শোনা যাবে তাঁর নানা কথা। সেখানেই অবসর নিয়ে মুখ খুলেছেন ধোনি। জানিয়েছেন আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে চান না।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও আইপিএল খেলছি। বিষয়টা সাধারণ ভাবেই দেখছি। শুধু আইপিএলেই ক্রিকেট খেলি। এখন আমার বয়স ৪৩। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৪৪। তার পর ১০ মাস সময় পাব ভাবার। আরও খেলব না ছেড়ে দেব, তখন ভাবব। আসলে সিদ্ধান্তটা আমি নেব না। আমার শরীর নেবে। সব মিলিয়ে বছরখানেক আছে হাতে। দেখা যাক।’’ ধোনি বলতে চেয়েছেন, শরীর টি-টোয়েন্টি ক্রিকেটের ধকল নিতে পারলে আইপিএলে খেলা চালিয়ে যাবেন। না হলে অবসরের কথা ভাববেন।

Advertisement

আপাতত এ বারের আইপিএল উপভোগ করতে চাইছেন। ধোনি বলেছেন, ‘‘এখন আইপিএল উপভোগ করতে চাইছি। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম, এখনও তেমনই করছি। তখন একটা কলোনিতে থাকতাম আমরা। রোজ বিকাল ৪টের সময় খেলতে যেতাম। প্রায় দিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি ওই রকম সরল ভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়।’’ কিছু দিন আগেও এক বার ধোনি বলেছিলেন, আর যে ক’বছর ক্রিকেট খেলবেন, শিশুর মতো উপভোগ করতে চান।

২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ধোনি। এখন আর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। শুধু আইপিএলেই দেখা যায় ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement