salman khan

সলমন খানের 'কিক' ছবির সহ অভিনেতার আকস্মিক প্রয়াণ

কঙ্গনা রানাওতের ছবি 'টিকু ওয়েডস্ শেরু' ছবিতে সম্প্রতি অভিনয় শেষ করেছিলেন ৬২ বছরের অভিনেতা। বলিউডে একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অরুণ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১২:৫৪
Share:

অরুণ অভিনয় করেছিলেন সলমনের সঙ্গে।

অভিনেতা, কবি অরুণ ভার্মা প্রয়াত। সলমন খানের 'কিক' ছবিতে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছিলেন তিনি।

Advertisement

অরুণের ভাগ্নে অমিত বর্মা মুম্বই সংবাদমাধ্যমকে বলেন, "ভোপালে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অরুণ। মস্তিষ্কে জটিলতা থেকে ক্রমশ তাঁর সারা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।যকৃতের কার্যকারিতা হারালে তাঁর মৃত্যু হয়।" বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

কঙ্গনা রানাওতের ছবি 'টিকু ওয়েডস্ শেরু' ছবিতে সম্প্রতি অভিনয় শেষ করেছিলেন ৬২ বছরের অভিনেতা। ছবিটি নিজেই পরিচালনা করেছেন কঙ্গনা। এই ছবিতে অভিনয় অরুণের শেষ কাজ হয়ে থেকে যাবে। 'নায়ক', 'প্রেম গ্রন্থ', 'মুঝসে শাদি করোগি', 'হিরোপান্থি'র মতো ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement