Allu Arjun

থানায় ডেকে অল্লুকে চার ঘণ্টা জেরা, তার পরই গ্রেফতার অভিনেতার নিরাপত্তারক্ষী

গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২- দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মঙ্গলবার ফের অল্লুকে পুলিশের জিজ্ঞাসাবাদ। গ্রেফতার অভিনেতার নিরাপত্তারক্ষী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮
Share:

ছবি: সংগৃহীত।

সোমবারই অল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে গিয়েছিল আইনি নোটিস। তেলঙ্গানা পুলিশ মঙ্গলবার তাকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দেওয়ার কথা জানায়। মঙ্গলবার সকালেই থানায় হাজির হন অভিনেতা। সকাল সকাল নিজের জুবিলি হিল্‌সের বাড়ি থেকে কালো গাড়িতে চেপে রওনা দেন। সেখানে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয় অভিনেতাকে। তার পরই গ্রেফতার করা হয় অভিনেতার নিরাপত্তারক্ষীকে।

Advertisement

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২— দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে উপচে পড়েছিল ভিড়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ৩৫-এর এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর নাবালক পুত্র। এই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে অল্লুর নিরাপত্তারক্ষীকে।

অভিনেতার এই নিরাপত্তারক্ষী অ্যান্থনি নাকি অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এমনকি ওই দিন প্রেক্ষাগৃহে বাইরে অভিনেতার বেশ কিছু অনুরাগীকে ধাক্কাও দেন বলে অভিযোগ। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তেলঙ্গানা পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে পারে।

Advertisement

এ দিন অভিনেতার সঙ্গে থানায় হাজির ছিলেন অল্লুর বাবা ও শ্বশুরমশাই। এর আগে অভিনেতা দাবি করেছিলেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোনও নির্দেশ তাঁর কাছে ছিল না। যদিও পুলিশের তরফ থেকে অভিনেতার এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement