Alia Bhatt

নামের প্রথম অক্ষর মাস্কে, চমক আলিয়ার

তাঁর হাতের ব্যাগ, চোখের রোদ চশমা, সব ছাপিয়ে সংবাদমাধ্যমের মনে কেড়ে নিয়েছে তাঁর মাস্কটিই!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৮:১০
Share:

মাস্কের ফ্যাশনে আলিয়া।

তবে কি এ বার মাস্ক দিয়েই যাবে চেনা? অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিয়া ভট্টের মুখে ‘এ’ লেখা মাস্কটি।
বহস্পতিবার মুম্বই বিমানবন্দর থেকে সেজেগুছে আউটডোর শ্যুটের জন্য রওনা দিতে দেখা গিয়েছে অভিনেত্রী আলিয়া ভট্টকে। স্বভাবতই তার সাজগোজ কেতাদুরস্ত। বিমানবন্দরের সাজে আজকাল যেমন নজর দিতে কসুর করেন না কোনও নায়িকা, তেমন করেননি তিনিও। তবে এ দিন তাঁর হাতের ব্যাগ, চোখের রোদ চশমা, সব ছাপিয়ে সংবাদমাধ্যমের মনে কেড়ে নিয়েছে তাঁর মাস্কটিই!
অতিমারির ভয়ের সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়ে পথে বেরোনো শুরু করতেই সকলের মন গিয়েছে মাস্কের ফ্যাশনে। নিত্য-নতুন ডিজাইনার মাস্ক তৈরি হচ্ছে সর্বত্রই। তারই মধ্যে নতুন স্টেটমেন্ট তৈরি করল নিজের নামের প্রথম অক্ষর লেখা আলিয়ার এই মাস্ক।
চোখে সোনালি ফ্রেমের রোদচশমা। কানে সোনালি রিং। তারই মধ্যে চোখ টেনে ধরল কালচে কাপড়ের উপরে সাদা রঙে লেখা ইংরেজির ‘এ’।
মাস্কের আড়ালে থাকা ঠোঁট যেন এ ভাবেই বলতে চায়, ‘নাম তো ইয়াদ রহেগা!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement