salman khan

Alia Bhatt-Salman Khan: সঞ্চালকের ভূমিকায়

আপাতত আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা চলছে শো লঞ্চ করার জন্য। ২০২৩-এর মাঝামাঝি সলমনের এই ডকুসিরিজ় সম্প্রচারিত হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৯:২৪
Share:

আলিয়া।

সলমন খানকে নিয়ে তৈরি ডকু-সিরিজ় ‘বিয়ন্ড দ্য স্টার’ সঞ্চালনা করতে দেখা যাবে আলিয়া ভট্টকে। সঞ্জয় লীলা ভন্সালীর ‘ইনশাল্লাহ’তে জুটি বাঁধার কথা ছিল সলমন-আলিয়ার। কিন্তু সেই ছবি বাতিল হয়ে গিয়েছে। তবে সলমনের ডকুসিরিজ়ে সঞ্চালনার প্রস্তাব পেয়ে আলিয়া বেশ খুশি। তাঁর অংশটুকুর শুটিংও হয়ে গিয়েছে সম্প্রতি। শুধু আলিয়াই নন, এই শোয়ে সঞ্চালকের আসনে দেখা যাবে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদেরও। আরবাজ় খান, সোহেল খান, সেলিম খানের মতো পরিবারের সদস্যরাও যেমন এই শোয়ে থাকবেন, তেমনই সুরজ বরজাতিয়া, ডেভিড ধওয়ন, সাজিদ নাদিয়াদওয়ালা, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্তের মতো ইন্ডাস্ট্রির বন্ধুরাও তাঁর শোয়ের অংশ হবেন। কর্ণ জোহরকেও দেখা যাবে একটি বিশেষ পর্বে। আপাতত আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা চলছে শো লঞ্চ করার জন্য। ২০২৩-এর মাঝামাঝি সলমনের এই ডকুসিরিজ় সম্প্রচারিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement