Alia: অন্তঃসত্ত্বা হয়েছি বলে রণবীরকে গিয়ে তুলে আনতে হবে? ভুয়ো প্রতিবেদনে ক্ষুব্ধ আলিয়া

বাচ্চাটা তাঁর একার নয়, রণবীরও বাবা হচ্ছেন। বিরক্ত আলিয়া প্রশ্ন তুললেন দৃষ্টিভঙ্গি নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২২:১২
Share:

মা যেন আর কেউ হন না!

অন্তঃসত্ত্বা আলিয়া ভট্ট। জুনের মাঝামাঝি খবর প্রকাশ্যে আসতেই সকলের তীব্র কৌতূহল। আলিয়ার অভিযোগ, তার পর থেকেই মনের মাধুরী মিশিয়ে সংবাদ পরিবেশন করছে বিভিন্ন সংবাদমাধ্যম। তা নিয়েই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। প্রশ্ন তুললেন, ‘সন্তানের মা হওয়া কি এতই অদ্ভুত? কত নারী তো মা হন! আমায় নিয়ে ভুয়ো খবর ছড়ানোর মানে কী!’

Advertisement

আলিয়ার অভিযোগ, কোনও এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে শ্যুটিং পিছিয়ে গেছে অভিনেত্রীর। ছবির চুক্তি বাতিল হওয়ার মুখে। এই খবরেই খেপে ওঠেন ‘গঙ্গুবাঈ’। জানিয়েছেন, তাঁর নারীসত্তা অপমানিত হয়েছে।

গত এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর কপূর এবং আলিয়া। তার কয়েক মাসের মধ্যেই সন্তান আগমনের বার্তা। সব মিলিয়ে অনুরাগীদের উন্মাদনা একটু বেশিই। আলিয়া তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল থেকে ছবি শেয়ার করে জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান... শীঘ্রই আসছে।’

Advertisement

আলিয়ার দাবি, সেই ঘোষণার কিছু দিন পরেই এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রণবীর হয়তো ব্রিটেন সফরে যাবেন। যেখানে আলিয়া তাঁর হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং করছিলেন। বলা হয়, আলিয়াকে সেখান থেকে তুলে আনবেন তিনি। যদিও এই অনুমানের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই বলেই জানান আলিয়া।

একটি ছবির শ্যুটিংয়ের সময় এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ আলিয়া বলেন, “এখনও কিছু লোকের মাথায় পিতৃতন্ত্রের চাষ। আমরা সেই বিশ্বেই বাস করি। ছবির কাজ কিছুই বিলম্বিত হয়নি। আমায় তুলে আনতে কাউকে যেতে হবে না। আমি এক জন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। এটা ২০২২, আমরা কি অনুগ্রহ করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি? ক্ষমা করবেন, আমার শট প্রস্তুত।’’

তাঁর দাবি, মহিলাদের এতটা দুর্বল ভাবা ঠিক নয়। সন্তান গর্ভে নিয়েও এক জন নারী মাথা উঁচু করে বাঁচতে পারেন। আলিয়ার কথায়, ‘‘মা আমি একা হচ্ছি না। রণবীরও বাবা হচ্ছে। ব্যাপারটাকে সে ভাবে দেখা হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement