Alia Bhatt

ট্রেলার বিমুখ দর্শক

এর কারণ, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে নেপো-কিডদের কাঠগড়ায় তোলা হচ্ছে ক্রমাগত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০০:৩৬
Share:

ট্রেলারের দৃশ্য

মহেশ ভট্টের পরিচালনায় ‘সড়ক টু’র ট্রেলার মুক্তি পেয়েছে বুধবার। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এটি রেকর্ড গড়েছে, লাইক’-এর চেয়ে ‘ডিসলাইক’ বেশি পাওয়ায়। ইউটিউব হোক বা ডিজ়নি প্লাস হটস্টারের চ্যানেল, সংখ্যা বদলালেও ছবিটা একই।

Advertisement

এর কারণ, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে নেপো-কিডদের কাঠগড়ায় তোলা হচ্ছে ক্রমাগত। কর্ণ জোহরের চ্যাট শোয়ে সুশান্তকে নিয়ে বিরূপ মন্তব্য করার খেসারত দিতে হচ্ছে আলিয়া ভট্টকে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার অনেক দিন আগে থেকেই টুইটারে ট্রেন্ডিং ছিল #বয়কটসড়কটু। কার্যক্ষেত্রে তা-ই দেখা গেল। ছবিতে রয়েছেন আদিত্য রায় কপূর। প্রযোজক সিদ্ধার্থ রায় কপূরের ছোট ভাই আদিত্যের কেরিয়ারে হিটের চেয়ে ফ্লপ বেশি। তাই রোষের তিরে রয়েছেন তিনিও। সুশান্তের মামলায় মহেশের সঙ্গে রিয়া চক্রবর্তীর নাম জড়ানোও এই নেগেটিভ প্রচারের একটি বড় কারণ।

এক দিকে বিষোদ্‌গার, অন্য দিকে ছবির অন্য অভিনেতা সঞ্জয় দত্তের ক্যানসারের খবর প্রকাশ্যে আসায় নেটিজ়েনদের একাংশ ক্ষমাও চেয়েছেন। মঙ্গলবার রাতেই সঞ্জয়ের লাং ক্যানসারের খবর জনসমক্ষে আসে। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন বলে খবর। তাঁর বাড়ি গিয়ে দেখা করেছেন রণবীর কপূর ও আলিয়া। রণবীরের সঙ্গে ‘শামশেরা’য় কাজ করছিলেন সঞ্জয়।

Advertisement

ট্রেলারে দর্শকের নেতিবাচক প্রতিক্রিয়ায় বিচলিত নন পূজা ভট্ট। তাঁর টুইট, ‘‘লাভারস আর হেটারস তো একই মুদ্রার দুই পিঠ। দর্শকের কাছে কৃতজ্ঞ যে, তাঁরা সময় বার করে এই ট্রেলার ট্রেন্ডিং করে তুলেছেন।’’ টুইটটি রিটুইট করে পূজার প্রশংসা করেছেন সোনি রাজদান।

ট্রেলারে যদি এই হাল, ‘পিকচার অভি বাকি হ্যায়’ বলার সাহস কি আর দেখাবেন ছবির শিল্পীরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement